Ajker Patrika

মুদিদোকানি এক সুরকার

সম্পাদকীয়
মুদিদোকানি এক সুরকার

দারুণ এক দ্যুতিময় জীবন ছিল কমল দাশগুপ্তের। ১৯২৮ সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করেছিলেন। এরপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম করেছেন। ‘মীরার ভজন’-এর সুরারোপের জন্য ১৯৪৩ সালে বেনারস বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টরস অব মিউজিক’ ডিগ্রি পান।

কমলের বড় ভাই বিমল দাশগুপ্ত ছিলেন গ্রামোফোন কোম্পানির ট্রেনার। তাঁর হাত ধরেই গ্রামোফোন কোম্পানিতে কমলের যাওয়া-আসা। ভাই মাঝেমধ্যে রোজগারের স্বার্থে জাদু দেখাতে চলে যেতেন দেশের বিভিন্ন স্থানে। তখন গানের রেকর্ডিং থাকলে কমলই তা সামলে নিতেন।

অল্প বয়সেই অনেক টাকার মালিক হলেন কমল। কাজী নজরুল ইসলামের সঙ্গে জোট বেঁধে বহু গানে সুর দিলেন। সিনেমায় তাঁর দেওয়া সুরে হলো গান। অবিশ্বাস্য অঙ্কের আয়কর দিতেন, সবচেয়ে দামি মডেলের গাড়িতে চড়তেন। ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় নিজ খরচে প্রতিদিন ১০০ জন দরিদ্র মানুষকে খাইয়েছেন। কিন্তু একসময় সেই খ্যাতি থাকল না আর। ৪৩ বছর বয়সে উদীয়মান তারকা ২৫ বছর বয়সী ফিরোজা বেগমকে যখন বিয়ে করলেন, তখন কমলের সমস্ত সঞ্চয় ভেসে গেছে নাথ ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার পর। স্ত্রীর খ্যাতির আড়ালে হারিয়ে যাচ্ছিলেন কমল।

১৯৬৭ সালে নতুন জীবনের আশায় চলে এলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে। কিন্তু কোনো রকম অভ্যর্থনা পেলেন না। তাই ঢাকার হাতিরপুল এলাকায় ‘পথিকার’ নামে একটি মুদিদোকানে বসা শুরু করলেন। সুবিখ্যাত সুরকার হয়ে গেলেন মুদিদোকানি। ১৯৭২ সালে একটি ম্যাগাজিন পত্রিকার সাংবাদিক সেখানে খুঁজে বের করলেন কমল দাশগুপ্তকে। ‘কেন আপনি দোকানে বসছেন’ প্রশ্নের জবাবে কমল বলেছিলেন, ‘আমাকে তো সংসার চালাতে হবে। খেয়ে বাঁচতে হবে!’ 

প্রতিবেদনটি পড়ে বেতারের গীতিকার ও সংগীতশিল্পী শহীদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজি করালেন বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস বিভাগের প্রধান সংগীত পরিচালক হিসেবে কমল দাশগুপ্তকে নিয়োগ দিতে। এই পদে থাকতেই ১৯৭৪ সালে পিজি হাসপাতালে মারা গেলেন কমল দাশগুপ্ত। 

সূত্র: সালাহ্ উদ্দিন আহমেদ জুয়েল, উঠান, সংগীত সংখ্যা, পৃষ্ঠা ২০০-২০৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত