Ajker Patrika

আবদুল জব্বারের চ্যালেঞ্জ

সম্পাদকীয়
আবদুল জব্বারের চ্যালেঞ্জ

১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বাঙালিরা। সবার মনে তখন তরতাজা ক্ষত। এর ঠিক এক বছর পর ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ঢাকার সচিবালয়ে একটি সভা ডাকেন ডক্টর আবদুস সাদেক। তিনি তখন পূর্ববঙ্গ সরকারের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক।

সে সভায় তিনি স্থানীয় সংস্কৃতিসেবী, চলচ্চিত্র পরিবেশক আর প্রদর্শকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। পূর্ববঙ্গকে স্বাবলম্বী করে তোলার জন্য তিনি এই প্রদেশে চলচ্চিত্রশিল্প গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রদেশের ৯২টি প্রেক্ষাগৃহে বিদেশি ছবির বদলে দেশি ছবি যেন চলতে পারে, সে জন্য ছবি বানাতে হবে।

সে সভায় উপস্থিত ছিলেন আবদুল জব্বার খান, নুরুজ্জামান, অবাঙালি চলচ্চিত্র ব্যবসায়ী ফজলে দোসানী। ফজলে দোসানী বললেন, ‘এখানকার আবহাওয়া খারাপ, আর্দ্রতা বেশি। এখানে ছবি তৈরি করা সম্ভব নয়।’

এ কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন আবদুল জব্বার খান। জবাবে তিনি বললেন, ‘কলকাতায় যদি ছবি হয়, তাহলে ঢাকায় হবে না কেন? আমি প্রমথেশ বড়ুয়াকে ছবির শুটিং করতে দেখেছি। কলকাতার সিনেমার কোনো কোনো লোক এখানে এসেও ছবি তৈরি করেছে।’ এরপর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘মি. দোসানী, আপনি জেনে রাখুন, যদি আগামী এক বছরের মধ্যে কেউ ছবি না করে, তবে আমি জব্বার খানই তা বানিয়ে প্রমাণ করব।’

আবদুল জব্বার খান কথা রেখেছিলেন। পরের বছরই আবদুল জব্বার খান বাংলার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ তৈরির কাজে হাত দেন। এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি। এই ছবি তৈরির উদ্দেশ্যেই তাঁরা কজন মিলে গঠন করেন ইকবাল ফিল্মস লিমিটেড। ইকবাল ফিল্মসের প্রথম পূর্ণাঙ্গ ছবি ‘মুখ ও মুখোশ’-এর মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। স্টুডিও-ল্যাবরেটরিহীন পরিবেশে নানা বাধা-বিপত্তির মধ্যে ঢাকা ও এর আশপাশে শুটিংয়ের পর ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। 

সূত্র: অনুপম হায়াৎ, পুরানো ঢাকার চলচ্চিত্র, পৃষ্ঠা ৫৪-৫৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত