সম্পাদকীয়
১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বাঙালিরা। সবার মনে তখন তরতাজা ক্ষত। এর ঠিক এক বছর পর ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ঢাকার সচিবালয়ে একটি সভা ডাকেন ডক্টর আবদুস সাদেক। তিনি তখন পূর্ববঙ্গ সরকারের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক।
সে সভায় তিনি স্থানীয় সংস্কৃতিসেবী, চলচ্চিত্র পরিবেশক আর প্রদর্শকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। পূর্ববঙ্গকে স্বাবলম্বী করে তোলার জন্য তিনি এই প্রদেশে চলচ্চিত্রশিল্প গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রদেশের ৯২টি প্রেক্ষাগৃহে বিদেশি ছবির বদলে দেশি ছবি যেন চলতে পারে, সে জন্য ছবি বানাতে হবে।
সে সভায় উপস্থিত ছিলেন আবদুল জব্বার খান, নুরুজ্জামান, অবাঙালি চলচ্চিত্র ব্যবসায়ী ফজলে দোসানী। ফজলে দোসানী বললেন, ‘এখানকার আবহাওয়া খারাপ, আর্দ্রতা বেশি। এখানে ছবি তৈরি করা সম্ভব নয়।’
এ কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন আবদুল জব্বার খান। জবাবে তিনি বললেন, ‘কলকাতায় যদি ছবি হয়, তাহলে ঢাকায় হবে না কেন? আমি প্রমথেশ বড়ুয়াকে ছবির শুটিং করতে দেখেছি। কলকাতার সিনেমার কোনো কোনো লোক এখানে এসেও ছবি তৈরি করেছে।’ এরপর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘মি. দোসানী, আপনি জেনে রাখুন, যদি আগামী এক বছরের মধ্যে কেউ ছবি না করে, তবে আমি জব্বার খানই তা বানিয়ে প্রমাণ করব।’
আবদুল জব্বার খান কথা রেখেছিলেন। পরের বছরই আবদুল জব্বার খান বাংলার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ তৈরির কাজে হাত দেন। এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি। এই ছবি তৈরির উদ্দেশ্যেই তাঁরা কজন মিলে গঠন করেন ইকবাল ফিল্মস লিমিটেড। ইকবাল ফিল্মসের প্রথম পূর্ণাঙ্গ ছবি ‘মুখ ও মুখোশ’-এর মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। স্টুডিও-ল্যাবরেটরিহীন পরিবেশে নানা বাধা-বিপত্তির মধ্যে ঢাকা ও এর আশপাশে শুটিংয়ের পর ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট।
সূত্র: অনুপম হায়াৎ, পুরানো ঢাকার চলচ্চিত্র, পৃষ্ঠা ৫৪-৫৫
১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বাঙালিরা। সবার মনে তখন তরতাজা ক্ষত। এর ঠিক এক বছর পর ১৯৫৩ সালের জানুয়ারি মাসে ঢাকার সচিবালয়ে একটি সভা ডাকেন ডক্টর আবদুস সাদেক। তিনি তখন পূর্ববঙ্গ সরকারের পরিসংখ্যান ব্যুরোর পরিচালক।
সে সভায় তিনি স্থানীয় সংস্কৃতিসেবী, চলচ্চিত্র পরিবেশক আর প্রদর্শকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। পূর্ববঙ্গকে স্বাবলম্বী করে তোলার জন্য তিনি এই প্রদেশে চলচ্চিত্রশিল্প গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, প্রদেশের ৯২টি প্রেক্ষাগৃহে বিদেশি ছবির বদলে দেশি ছবি যেন চলতে পারে, সে জন্য ছবি বানাতে হবে।
সে সভায় উপস্থিত ছিলেন আবদুল জব্বার খান, নুরুজ্জামান, অবাঙালি চলচ্চিত্র ব্যবসায়ী ফজলে দোসানী। ফজলে দোসানী বললেন, ‘এখানকার আবহাওয়া খারাপ, আর্দ্রতা বেশি। এখানে ছবি তৈরি করা সম্ভব নয়।’
এ কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেন আবদুল জব্বার খান। জবাবে তিনি বললেন, ‘কলকাতায় যদি ছবি হয়, তাহলে ঢাকায় হবে না কেন? আমি প্রমথেশ বড়ুয়াকে ছবির শুটিং করতে দেখেছি। কলকাতার সিনেমার কোনো কোনো লোক এখানে এসেও ছবি তৈরি করেছে।’ এরপর তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ‘মি. দোসানী, আপনি জেনে রাখুন, যদি আগামী এক বছরের মধ্যে কেউ ছবি না করে, তবে আমি জব্বার খানই তা বানিয়ে প্রমাণ করব।’
আবদুল জব্বার খান কথা রেখেছিলেন। পরের বছরই আবদুল জব্বার খান বাংলার প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ তৈরির কাজে হাত দেন। এটি ছিল প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি। এই ছবি তৈরির উদ্দেশ্যেই তাঁরা কজন মিলে গঠন করেন ইকবাল ফিল্মস লিমিটেড। ইকবাল ফিল্মসের প্রথম পূর্ণাঙ্গ ছবি ‘মুখ ও মুখোশ’-এর মহরত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। স্টুডিও-ল্যাবরেটরিহীন পরিবেশে নানা বাধা-বিপত্তির মধ্যে ঢাকা ও এর আশপাশে শুটিংয়ের পর ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট।
সূত্র: অনুপম হায়াৎ, পুরানো ঢাকার চলচ্চিত্র, পৃষ্ঠা ৫৪-৫৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫