সম্পাদকীয়
১৯৬০ সাল। ‘অপুর সংসার’ মুক্তি পেয়েছে এক বছর হলো। সত্যজিতের প্রথম দুই ছবি ‘পথের পাঁচালী’ আর ‘অপরাজিত’ দর্শক মন জয় করতে পারেনি। মানুষ সিনেমা হলে যায়নি। কিন্তু ‘অপুর সংসার’ মুক্তি পেতেই হল ভেঙে পড়ল দর্শকে। এই ছবিতে নায়ক-নায়িকা দুজনেই নবাগত। শর্মিলা ঠাকুর আর সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই ডেব্যু ফিল্মে করলেন অসাধারণ অভিনয়।
সেটা উত্তমময় সময়। উত্তমের রোমান্টিক অভিনয়ে বাংলা সিনেমা দর্শক পাচ্ছে। সেই সময়েই দীপার সঙ্গে বিয়ে হয়ে গেল সৌমিত্রের। তবে জানা দরকার পরিচয়পর্বটির কথা। দীপা ছিলেন সৌমিত্রের বোন খুকুর বন্ধু। ফোনেই প্রথম আলাপ। কণ্ঠ শোনার পর থেকেই প্রেম। মাঝে মাঝে দীপা ফোন করতেন, সৌমিত্র অনেকক্ষণ কথা বলে তার পরই দিতেন খুকুকে। কখনো কথা এত প্রলম্বিত হতো যে, খুকুকে আর দেওয়াই হতো না ফোনটা। সে রকমই এক সময়ে তাদের দেখা হয় ব্যারাকপুরের ধোবীঘাটে। তখনো দীপা স্কুলের ছাত্রী, ফ্রক ছাড়েননি। সৌমিত্র কলেজে। সদ্য শাড়ি পরা শিখেছেন দীপা। সে রকম জবুথবু হয়ে দুরু দুরু বুকে এসে হাজির হয়েছেন গঙ্গার তীরে। সৌমিত্র দীপার হাত ধরে বলেছিলেন, ‘তুমি কিন্তু আমাকে ছাড়া কাউকে বিয়ে কোরো না।’ টেলিফোন আলাপে অবশ্য তত দিনে সৌমিত্র জেনে গেছেন, বিএ পাস না করা পর্যন্ত বাবা-মা দীপাকে বিয়ে দেবেন না। তার পরও তাঁর ভয় কাটত না।
প্রেমপর্ব শেষে সৌমিত্র যখন রেডিওতে অ্যানাউন্সার হিসেবে কাজ করছেন, তখন দুই বাড়িতেই বেজেছিল সানাই। সৌমিত্র তখনো তারকা শিল্পী নন। বিয়ের দিন দীপা পরলেন আগুন রঙের বেনারসি। বাসররাতে কনে-বর দুজনেই গেয়েছিলেন গান। এ যেন গানে-আড্ডায় নতুন জীবনের মহরত। দীপা গেয়েছিলেন, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। আর সৌমিত্র গেয়েছিলেন, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো’।
ষাট বছর টিকেছিল এই সংসার। সৌমিত্র করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগপর্যন্ত তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি কখনো।
সূত্র: চণ্ডী মুখোপাধ্যায়, সৌমিত্র, পৃষ্ঠা ৫৪-৫৬
১৯৬০ সাল। ‘অপুর সংসার’ মুক্তি পেয়েছে এক বছর হলো। সত্যজিতের প্রথম দুই ছবি ‘পথের পাঁচালী’ আর ‘অপরাজিত’ দর্শক মন জয় করতে পারেনি। মানুষ সিনেমা হলে যায়নি। কিন্তু ‘অপুর সংসার’ মুক্তি পেতেই হল ভেঙে পড়ল দর্শকে। এই ছবিতে নায়ক-নায়িকা দুজনেই নবাগত। শর্মিলা ঠাকুর আর সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনেই ডেব্যু ফিল্মে করলেন অসাধারণ অভিনয়।
সেটা উত্তমময় সময়। উত্তমের রোমান্টিক অভিনয়ে বাংলা সিনেমা দর্শক পাচ্ছে। সেই সময়েই দীপার সঙ্গে বিয়ে হয়ে গেল সৌমিত্রের। তবে জানা দরকার পরিচয়পর্বটির কথা। দীপা ছিলেন সৌমিত্রের বোন খুকুর বন্ধু। ফোনেই প্রথম আলাপ। কণ্ঠ শোনার পর থেকেই প্রেম। মাঝে মাঝে দীপা ফোন করতেন, সৌমিত্র অনেকক্ষণ কথা বলে তার পরই দিতেন খুকুকে। কখনো কথা এত প্রলম্বিত হতো যে, খুকুকে আর দেওয়াই হতো না ফোনটা। সে রকমই এক সময়ে তাদের দেখা হয় ব্যারাকপুরের ধোবীঘাটে। তখনো দীপা স্কুলের ছাত্রী, ফ্রক ছাড়েননি। সৌমিত্র কলেজে। সদ্য শাড়ি পরা শিখেছেন দীপা। সে রকম জবুথবু হয়ে দুরু দুরু বুকে এসে হাজির হয়েছেন গঙ্গার তীরে। সৌমিত্র দীপার হাত ধরে বলেছিলেন, ‘তুমি কিন্তু আমাকে ছাড়া কাউকে বিয়ে কোরো না।’ টেলিফোন আলাপে অবশ্য তত দিনে সৌমিত্র জেনে গেছেন, বিএ পাস না করা পর্যন্ত বাবা-মা দীপাকে বিয়ে দেবেন না। তার পরও তাঁর ভয় কাটত না।
প্রেমপর্ব শেষে সৌমিত্র যখন রেডিওতে অ্যানাউন্সার হিসেবে কাজ করছেন, তখন দুই বাড়িতেই বেজেছিল সানাই। সৌমিত্র তখনো তারকা শিল্পী নন। বিয়ের দিন দীপা পরলেন আগুন রঙের বেনারসি। বাসররাতে কনে-বর দুজনেই গেয়েছিলেন গান। এ যেন গানে-আড্ডায় নতুন জীবনের মহরত। দীপা গেয়েছিলেন, ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’। আর সৌমিত্র গেয়েছিলেন, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো’।
ষাট বছর টিকেছিল এই সংসার। সৌমিত্র করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার আগপর্যন্ত তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়নি কখনো।
সূত্র: চণ্ডী মুখোপাধ্যায়, সৌমিত্র, পৃষ্ঠা ৫৪-৫৬
গত বছরের ৫ আগস্টের পর দেশের রাজনীতির ময়দান বেশ টানটান। সংস্কার আর নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নেই দম ফেলার দুদণ্ড ফুরসত। কোনো কোনো উপদেষ্টাকে ভোররাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন দেশের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদও।
১ দিন আগেযতীন স্যারকে নিয়ে কথা বলতে বসলে মনে হয়, কথাগুলো শুধু লেখা নয়—এ যেন হৃদয়ের ভেতরের কিছু টুকরো তুলে ধরা। দুপুরে হঠাৎ এক সুহৃদ ফোন করে বলল, ‘শুনেছ? যতীন স্যার নেই!’—মুহূর্তেই আমার বুক কেঁপে উঠল। মনে হলো, জীবনের এক অমূল্য আশ্রয় হঠাৎ হারিয়ে ফেলেছি।
২ দিন আগেএকটি ছোট পার্টি, একটি সাধারণ কমিউনিটি রুম এবং এক যুবক—১৫২০ সেডগউইক অ্যাভিনিউ, নিউইয়র্ক সিটির ব্রঙ্কস এলাকা তখন জানত না, যে এক রাতের অনুষ্ঠানই বিশ্বসংগীতের ইতিহাস বদলে দেবে। ১৯৭৩ সালের আজকের এই দিনে (১১ আগস্ট), যখন স্কুলফেরত কিছু কিশোর-তরুণীরা জমে উঠেছিল...
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে বলা হয় দেশটির বৃহত্তম শিল্প জাদুঘর। আর বিশ্বে তৃতীয় বৃহত্তম। সংক্ষেপে জাদুঘরটি ‘দ্য মেট’ নামেও পরিচিত। ১৫৫ বছর পুরোনো এই জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮৭০ সালে।
৯ দিন আগে