সম্পাদকীয়
ইয়াহিয়া খানের ঘোষণা যখন ভেসে এল রেডিও-মারফত, তখন তো গোটা দেশ বেরিয়ে পড়েছিল রাস্তায়। ১৯৭১ সালের ১ মার্চ অন্য এক গল্প লেখা হচ্ছিল ঢাকার রাজপথে এবং একসময় তা ঢাকা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল পুরো বাংলায়।
২ মার্চ ছিল হরতাল। গাড়ি, রিকশা, স্কুটার এমনকি সাইকেলও নেই রাস্তায়। জাহানারা ইমাম বাড়ির সবাইকে নিয়ে হেঁটে বেড়ালেন এলিফ্যান্ট রোড ধরে। ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। নিউমার্কেটে গিয়ে দেখলেন, কাঁচাবাজারও বসেনি। হেঁটে আবার গেলেন হাতিরপুল পর্যন্ত। ফিরে আসার পর রুমী হাঁক দিল, ‘সুবহান, পাঁচ কাপ চা দিয়ে যাও।’
রুমী বাড়িতেই থাকতে চাইছিল না। এখনই নাকি তার যেতে হবে বটতলায়। ছাত্রলীগ আর ডাকসু নাকি মিটিং ডেকেছে। শুনতে হবে তা। জাহানারা ইমাম বাদ সাধেন, ‘এখন আবার হেঁটে হেঁটে অদ্দূর যাবার দরকারটা কী? তুই তো কোনো দলের মেম্বার নস। তোর এত সব মিটিংয়ে যাওয়া কেন?’
রুমী বলল, ‘এখন কি আর ব্যাপারটা দলের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি আম্মা? এখন তো...এ আগুন ছড়িয়ে গেছে সবখানে।’
রুমীর এই স্বভাব ছিল। কথায় কথায় বাংলা বা ইংরেজি কবিতা বা গানের উদ্ধৃতি দিতে পারত। জাহানারা ইমাম বললেন, ‘যাবি যা। কিন্তু দেরি করিস না। যা করবি, কর, কিন্তু ঠিক সময়ে খাওয়া-দাওয়া করে।’
এ সময় চা নিয়ে এল সুবহান। টেবিলে রাখল চায়ের ট্রে-টা। একটু ইতস্তত করল। তারপর রুমীকে বলল, ‘ভাইয়া, তিনটার সুমায় পল্টনের মিটিংয়ে যাইবেন?’
রুমী গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ‘কেন? তুমি যেতে চাও আমাদের সঙ্গে?’
সুবহান মুখটা কাঁচুমাচু করে বলল, ‘আমারে যদি পারমিশান দ্যান।’
জাহানারা ইমাম বাধা দেওয়ার কোনো চেষ্টা করলেন না। হাসি চেপে গম্ভীরমুখে বললেন, ‘তাড়াতাড়ি রান্না করতে পারলে যেতে পারবে।’
খুশি হয়ে সুবহান চলে গেল রান্নাঘরে।
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১১-১২
ইয়াহিয়া খানের ঘোষণা যখন ভেসে এল রেডিও-মারফত, তখন তো গোটা দেশ বেরিয়ে পড়েছিল রাস্তায়। ১৯৭১ সালের ১ মার্চ অন্য এক গল্প লেখা হচ্ছিল ঢাকার রাজপথে এবং একসময় তা ঢাকা ছাড়িয়ে প্রসারিত হয়েছিল পুরো বাংলায়।
২ মার্চ ছিল হরতাল। গাড়ি, রিকশা, স্কুটার এমনকি সাইকেলও নেই রাস্তায়। জাহানারা ইমাম বাড়ির সবাইকে নিয়ে হেঁটে বেড়ালেন এলিফ্যান্ট রোড ধরে। ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে। নিউমার্কেটে গিয়ে দেখলেন, কাঁচাবাজারও বসেনি। হেঁটে আবার গেলেন হাতিরপুল পর্যন্ত। ফিরে আসার পর রুমী হাঁক দিল, ‘সুবহান, পাঁচ কাপ চা দিয়ে যাও।’
রুমী বাড়িতেই থাকতে চাইছিল না। এখনই নাকি তার যেতে হবে বটতলায়। ছাত্রলীগ আর ডাকসু নাকি মিটিং ডেকেছে। শুনতে হবে তা। জাহানারা ইমাম বাদ সাধেন, ‘এখন আবার হেঁটে হেঁটে অদ্দূর যাবার দরকারটা কী? তুই তো কোনো দলের মেম্বার নস। তোর এত সব মিটিংয়ে যাওয়া কেন?’
রুমী বলল, ‘এখন কি আর ব্যাপারটা দলের মধ্যে সীমাবদ্ধ আছে নাকি আম্মা? এখন তো...এ আগুন ছড়িয়ে গেছে সবখানে।’
রুমীর এই স্বভাব ছিল। কথায় কথায় বাংলা বা ইংরেজি কবিতা বা গানের উদ্ধৃতি দিতে পারত। জাহানারা ইমাম বললেন, ‘যাবি যা। কিন্তু দেরি করিস না। যা করবি, কর, কিন্তু ঠিক সময়ে খাওয়া-দাওয়া করে।’
এ সময় চা নিয়ে এল সুবহান। টেবিলে রাখল চায়ের ট্রে-টা। একটু ইতস্তত করল। তারপর রুমীকে বলল, ‘ভাইয়া, তিনটার সুমায় পল্টনের মিটিংয়ে যাইবেন?’
রুমী গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ‘কেন? তুমি যেতে চাও আমাদের সঙ্গে?’
সুবহান মুখটা কাঁচুমাচু করে বলল, ‘আমারে যদি পারমিশান দ্যান।’
জাহানারা ইমাম বাধা দেওয়ার কোনো চেষ্টা করলেন না। হাসি চেপে গম্ভীরমুখে বললেন, ‘তাড়াতাড়ি রান্না করতে পারলে যেতে পারবে।’
খুশি হয়ে সুবহান চলে গেল রান্নাঘরে।
সূত্র: জাহানারা ইমাম, একাত্তরের দিনগুলি, পৃষ্ঠা ১১-১২
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫