Ajker Patrika

‘উই শ্যাল ওভারকাম’

সম্পাদকীয়
‘উই শ্যাল ওভারকাম’

নবনীতা দেব সেন যুক্তরাষ্ট্রের বোস্টনে গিয়েছিলেন বিশ্ববঙ্গ সম্মেলনে। সেখান থেকে আটলান্টায় যাবেন। আটলান্টায় যাওয়ার অনেকগুলো মানে আছে, তবে সবচেয়ে বড় মানে হলো, রাজ্যটি মার্টিন লুথার কিংয়ের জন্মস্থান। ‘আই হ্যাভ আ ড্রিম’ বক্তৃতা দিয়ে যিনি মুক্তিকামী মানুষের মনে অমর হয়ে আছেন।

পরিচিতজনেরা ছিলেন আটলান্টায়। তাঁরাই পাঠিয়ে দিলেন টিকিট। কিন্তু যে ভদ্রমহিলার হাতে পাঠানো হলো, তিনি নিজের টিকিটটা ভুলে পাঠিয়ে দিলেন নবনীতাকে। ফলে প্লেনে উঠবেন কী করে, সেটাই হলো মূল ভাবনা। পরে ফোনে কথা বলে এয়ারপোর্টে গিয়ে টিকিট বদল করা হলো। তারপর বিশ্বের অন্যতম ব্যস্ত এয়ারপোর্টে গিয়ে নামা।

মার্টিন লুথার কিংয়ের বাড়ি যাওয়ার জন্য নবনীতা দেব সেনের যে উৎসাহ, তার ছিটেফোটাও নেই এখানকার অধিবাসীদের।কলকাতাবাসীও তো রবীন্দ্রনাথের জন্ম-মৃত্যুর সাক্ষী জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দর্শনে খুব একটা যায় না। যায় শান্তিনিকেতনে। লুথার কিং তার ব্যতিক্রম হবেন কেন?

মার্টিন লুথার কিং জাদুঘরে পৌঁছে নবনীতার মনে পড়ল, এই আটলান্টায়ই জন্ম-কর্ম ছিল এই মহান ব্যক্তির, কিন্তু তিনি নিহত হয়েছিলেন মেমফিসে। ১৯৬৮ সালের ৪ এপ্রিল তাঁকে হত্যা করা হয়েছিল, ১৯৬৯ সালের এপ্রিলে এই আটলান্টায় এনে তাঁকে কবর দেওয়া হয়েছিল।

জাদুঘরে মূলত রয়েছে লুথার কিংয়ের জীবনের ইতিহাস আর দক্ষিণাঞ্চলের কালো মানুষদের অত্যাচার ও মুক্তির কাহিনি। জাদুঘরের বিভিন্ন ঘরে বাজছে প্রতিবাদী গান। কালো মানুষদের জরুরি ভাষাই হলো গানের ভাষা। কয়েকটি বড় বড় মূর্তি বানিয়ে যে জায়গাটায় পদযাত্রার দৃশ্য তৈরি করা হয়েছে, সেখানেই বাজছিল সেই অমর সংগীত, ‘উই শ্যাল ওভারকাম...’। নিজের স্বভাব অনুযায়ী নবনীতা দাঁড়িয়ে পড়লেন সেই পদযাত্রার সামনে। তারপর হাততালি দিয়ে গেয়ে উঠলেন ‘উই শ্যাল ওভারকাম...’। মনে হচ্ছিল, সেই ওয়াশিংটন শোভাযাত্রায় যেন সত্যিই শামিল হতে পারলেন তিনি। শরীরে শিহরণ এল নবনীতার। 

সূত্র: নবনীতা দেব সেন, ভ্রমণের নবনীতা, আই হ্যাভ আ ড্রিম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত