Ajker Patrika

সুচিত্রাকে বাদ দেওয়া যায় না

সম্পাদকীয়
সুচিত্রাকে বাদ দেওয়া যায় না

চলচ্চিত্রে চুম্বন নিয়ে বিতর্ক চলছিল তখন। সে সময়ের ভারতের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার বসন্ত শাঠে এই বিতর্কের সূচনা করেছিলেন। সাংবাদিক গোপালকৃষ্ণ রায় এ নিয়ে একটা প্রতিবেদন তৈরি করবেন বলে মনস্থির করলেন। এরপর একটি প্রশ্নপত্র তৈরি করে কয়েকজন পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীর কাছে পাঠিয়ে দিলেন তিনি। সবার কাছ থেকে উত্তর এল। উত্তর দিলেন না শুধু সুচিত্রা সেন। গোপালকৃষ্ণ ফোন করলেন সুচিত্রা সেনকে। উত্তর দিয়ে সেটা ডাকে পাঠিয়ে দিতে অনুরোধ করলেন। কিন্তু উত্তরপত্র আর ফিরে আসে না।

এরপর ফোন করলে সুচিত্রা জিজ্ঞেস করলেন, ‘সবার কাছ থেকেই জবাব পেয়েছেন?’

গোপালকৃষ্ণ বললেন, ‘আমার তালিকার সবার কাছ থেকেই পেয়েছি। শুধু আপনি বাকি।’

‘দুদিন পরে ফোন করবেন। আমি একটু ভেবে নিই।’

দুদিন কেটে দুই সপ্তাহ হলো। সুচিত্রার ভাবা আর শেষ হয় না। তখন বিরক্ত হয়ে গোপালকৃষ্ণ ফোনে জিজ্ঞেস করলেন, ‘উত্তর কি তৈরি হয়েছে?’

‘আপনার প্রশ্নগুলো তো পড়াই হয়নি আমার। আর সাবজেক্ট পেলেন না, বেছে বেছে একটা বাজে সাবজেক্ট নিয়েছেন।’

সুচিত্রার ওপর রাগ হয় গোপালকৃষ্ণের। তিনি বলেন, ‘সাবজেক্ট আমি ভালোই বুঝি মিসেস সেন। এটা আমার পেশা। উত্তর দেওয়া-না দেওয়া আপনার ইচ্ছে।’

গোপালকৃষ্ণ বুঝতে পারলেন, সুচিত্রা সেন এড়িয়ে যেতে চাইছেন। তাই বললেন, ‘ঠিক আছে, আপনাকে বাদ দিয়েই নিউজটা করব।’

পরে সত্যিই রিপোর্টটি বের হলো। সেখানে অনেক কথার পর এক জায়গায় লেখা আছে, ‘সুচিত্রা সেন প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন।’

এরপর গোপালকৃষ্ণের কাছে এল সুচিত্রার ফোন, ‘কই, আমাকে বাদ দিয়ে তো মোটেই খবরটি করেননি।’ ‘মানে?’

‘আপনি তো আমার নাম রেখেছেন। আমাকে বাদ দিয়ে তো খবর করেননি!’

তাই তো! উত্তর না দিলেও সুচিত্রাকে বাদ দিয়ে তো খবরটি তৈরি করা যায়নি! টেলিফোন কানে নিয়ে বোবা হয়ে যান গোপালকৃষ্ণ রায়। 

সূত্র: গোপালকৃষ্ণ রায়, সুচিত্রার কথা, পৃষ্ঠা ৯৮-৯৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত