সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা
খুলনায় এ বছর ১ হাজার ৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকায় ১৩২টি, দাকোপে ৮১, বটিয়াঘাটায় ১০৯, তেরখাদায় ১০৭, দিঘলিয়ায় ৫৯, রূপসায় ৭৫, ফুলতলায় ৩৩, ডুমুরিয়ায় ২০৪, কয়রায় ৫৪ ও পাইকগাছায় ১৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।