Ajker Patrika

চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৫: ১১
চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, মানববন্ধন

পাইকগাছায় চাঁদখালী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসের নামে হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় দক্ষিণ গজালিয়ার পাইকগাছা-কয়রা প্রধান সড়কের ওপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত ইউপি সদস্য মো. আবদুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘চেয়ারম্যান আবু ইলিয়াসের জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে পরাজিত প্রার্থীর ইন্ধনে তাঁর নামে মিথ্যা মামলা করেছেন মিজানুর।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য লুৎফর রহমান, আবদুল মান্নান সরদার, জিল্লুর রহমান, মিজানুর রহমান, তৈয়বুর রহমান সরদার, ভবেন্দ্র নাথ সানা প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার চাঁখালী বাজারে মাংস বিক্রয়কে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। এ সময় মাংস বিক্রেতা মিজানুর ও তাঁর স্ত্রী আহত হয়। পরবর্তীতে মিজানুর বাদী হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াসকে ঘটনার মূল হোতা দাবি করে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত