Ajker Patrika

নদী দখল করে ধান রোপণ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১: ২৪
নদী দখল  করে ধান রোপণ

পাইকগাছা পৌরসভা সংলগ্ন শিবসা নদীর চর দখল করে ধান রোপণ করেছেন এলাকার কয়েকজন বাসিন্দা। এ নিয়ে উপজেলা প্রশাসন ও দখলকারীদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।

দখলকারীরা জানান, তাঁদের জমি নদীতে ভেঙে গেছে। তাই পরে ভরাট হওয়া চর দখল করে ধান রোপণ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পলি পড়ে নদী ভরাট হওয়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। যার বিশাল অংশ দখল করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। চলছে অবৈধ দখলের প্রতিযোগিতা।

ভিলেজ পাইকগাছার হাবিবুর রহমান বলেন, নদীর ভরাট হওয়া জায়গায় এখন চলছে ধান রোপণের প্রতিযোগিতা। নদীর মাঝখানে প্রায় ১৫ বিঘা দখল করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সহকরী উপপ্রকৌশলী রাজু আহম্মদ বলেন, ‘অভিযোগ পেয়েছি চর জেগে ওঠা জায়গা দখল করা হয়েছে। যারা দখল করেছেন তাঁদের উচ্ছেদ করা হবে।’ পৌরসভার প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু জানান, নদীর জমি অবৈধভাবে দখল করা দণ্ডনীয় অপরাধ। দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক বলেন, ‘সরকারি জায়গা দখলের সুযোগ কারোরই নেই। দখল করা হলে আইনিভাবে দখলমুক্ত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত