পাটকল শ্রমিকদের ছয় দফা
খুলনা নগরীর শিরোমণি শিল্প এলাকার বন্ধ জুট স্পিনার্স, আফিল, মহসেন, সোনালি ও এ্যাজাক্স জুট মিল চালু, বকেয়া পাওনা পরিশোধ, সম কাজে সম মজুরি প্রদানসহ ৬ দফা দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকেরা। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার বিকেলে নগরীর শিরোমণি শহীদ মিনার চত্বরে এক জনসভায় তারা এ দাবি জানান।