খুবি প্রতিনিধি
আগামী ১৮ অক্টোবর খুলবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব আবাসিক হল। এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ। বিশ্ববিদ্যালয়ের সব হলে এখন চলছে সংস্কার কাজ। আবাসিক হল খোলার আগে সংস্কার ও পরিবেশ উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সপ্তাহের মধ্যে সব অসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সকাল ১০টায় হলের সংস্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে যান। প্রথমে তিনি অপরাজিতা হল, পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, খানজাহান আলী হল, খানবাহাদুর আহছান উল্লাহ হল এবং সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রত্যেক হলের সংস্কার ও পরিবেশে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসব হলের বেশির ভাগ কাজ শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে এখনো অবশিষ্ট যে কাজ চলমান রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন যাতে আবাসিক শিক্ষার্থীরা স্বচ্ছন্দে হলে থাকতে পারে। এ ছাড়া উপাচার্য হলগুলোতে করোনা মহামারি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা দেন। আবাসিক হল ছাড়াও উপাচার্য নির্মাণাধীন দশতলা ৪র্থ একাডেমিক ভবন ‘জয়বাংলা ভবন’, রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন ও নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
আবাসিক হল পরিদর্শনকালে খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল জব্বার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত, খানবাহাদুর আহছান উল্লাহ হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ ও অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ১৮ অক্টোবর খুলবে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব আবাসিক হল। এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ। বিশ্ববিদ্যালয়ের সব হলে এখন চলছে সংস্কার কাজ। আবাসিক হল খোলার আগে সংস্কার ও পরিবেশ উন্নয়নকাজ পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক সপ্তাহের মধ্যে সব অসমাপ্ত কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল বুধবার সকাল ১০টায় হলের সংস্কার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শনে যান। প্রথমে তিনি অপরাজিতা হল, পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, খানজাহান আলী হল, খানবাহাদুর আহছান উল্লাহ হল এবং সবশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রত্যেক হলের সংস্কার ও পরিবেশে উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এসব হলের বেশির ভাগ কাজ শেষ হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তবে এখনো অবশিষ্ট যে কাজ চলমান রয়েছে তা আগামী সপ্তাহের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন যাতে আবাসিক শিক্ষার্থীরা স্বচ্ছন্দে হলে থাকতে পারে। এ ছাড়া উপাচার্য হলগুলোতে করোনা মহামারি থেকে সুরক্ষায় প্রয়োজনীয় সামগ্রী রাখার ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশনা দেন। আবাসিক হল ছাড়াও উপাচার্য নির্মাণাধীন দশতলা ৪র্থ একাডেমিক ভবন ‘জয়বাংলা ভবন’, রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবন ও নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্রের কাজের অগ্রগতিও পরিদর্শন করেন।
আবাসিক হল পরিদর্শনকালে খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আবদুল জব্বার, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত, খানবাহাদুর আহছান উল্লাহ হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ ও অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহা. মাহবুবুস সোবহান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট হলের সহকারী প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪