Ajker Patrika

পাইকগাছার ১৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১১: ৪৪
পাইকগাছার ১৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার পাইকগাছা উপজেলায় ১৪৯টি পূজমণ্ডপে চলছে দুর্গা উৎসবের প্রস্তুতি। এ উৎসবকে ঘিরে সর্বত্র চলছে সাজ সাজ রব। উপজেলার প্রতিটি মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সারা দেশের মতো খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এর মধ্যে পাইকগাছার পৌরসভায় ৬টি, হরিঢালী ইউনিয়নে ১৯টি, কপিলমুনি ইউনিয়নে ১৮টি, লতা ইউনিয়নে ১০টি, দেলুটি ইউনিয়নে ১৩টি, সোলাদানা ইউনিয়নে ১৪টি, লস্কর ইউনিয়নে ১৭টি, গদাইপুর ইউনিয়নে ৫টি, রাড়ুলী ইউনিয়নে ২১টি, চাঁদখালী ইউনিয়নে ১৩টি ও গড়ইখালী ইউনিয়নে ১৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

এ ব্যাপারে পাইকগাছা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্‌যাপন করার লক্ষ্যে প্রতিটি মণ্ডপ পরিচালনা কমিটিকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এবারও সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত