Ajker Patrika

কেনা হচ্ছে আড়াই কোটি টাকার গবেষণার যন্ত্র

খুবি প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫: ৫৬
কেনা হচ্ছে আড়াই কোটি টাকার গবেষণার যন্ত্র

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থ ও কেন্দ্রীয় গবেষণাগারে নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি যুক্ত হচ্ছে। এগুলো ক্রয়ের জন্য ২ কোটি ৬২ লাখ ১২ হাজার ২৩১ টাকা মূল্যের পাঁচটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় খুবি উপাচার্যের কার্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থ ক্রয়ে তিনটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যার চুক্তি মূল্য ৩৮ লাখ ৭০ হাজার ২৩১ টাকা।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় গবেষণাগারে বৈজ্ঞানিক যন্ত্র ক্রয় ও চালুকরণে দুটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। যার চুক্তি মূল্য ২ কোটি ২৩ লাখ ৪২ হাজার টাকা। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর কাছে হস্তান্তর করা হয়। উপাচার্য চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে গ্রন্থ ও যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করার জন্য নির্দেশনা দেন।

কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য গ্রন্থ সরবরাহের চুক্তি স্বাক্ষরের সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান রহমানসহ কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে কেন্দ্রীয় গবেষণাগারের বৈজ্ঞানিক যন্ত্রপাতি সরবরাহের চুক্তি স্বাক্ষরের সময় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-রেজিস্ট্রার ড. মো. হাসানুজ্জামান এবং সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত