Ajker Patrika

সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৫: ৪৭
সহস্রাধিক মণ্ডপে দুর্গাপূজা

খুলনায় এ বছর ১ হাজার ৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনা সিটি করপোরেশন এলাকায় ১৩২টি, দাকোপে ৮১, বটিয়াঘাটায় ১০৯, তেরখাদায় ১০৭, দিঘলিয়ায় ৫৯, রূপসায় ৭৫, ফুলতলায় ৩৩, ডুমুরিয়ায় ২০৪, কয়রায় ৫৪ ও পাইকগাছায় ১৪৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

তবে করোনার কারণে এবার অনাড়ম্বরভাবে উদ্‌যাপিত হবে পূজা। থাকছে না মন্ডমগুলো আলোকসজ্জা বা কোনো অনুষ্ঠানমালা। খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে এক প্রস্তুতিসভায় এ সব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন করতে হবে। প্রত্যেক পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর মুঠোফোন নম্বর ঝুলিয়ে রাখতে হবে। বিনোদনের জন্য মেলার আয়োজন করা যাবে না। আরতির সময় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আইন-শৃঙ্খলা বাহিনীকে নজর রাখতে হবে। প্রত্যেক পূজামণ্ডপের জন্য স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। নির্দিষ্ট সময়ে প্রতিমা বিসর্জন ও বিসর্জনকালে শোভাযাত্রা পরিহারসহ সকল মণ্ডপে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সামগ্রী রাখতে হবে।

সভায় পুলিশ সুপার মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, পূজা উদ্‌যাপন কমিটির নেতারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ খুলনা মহানগর শাখার উপদেষ্টা শ্যামল হালদার বলেন, করোনার কারণে এবার অনাড়ম্বরভাবে পূজা উদ্‌যাপন হবে। অর্থাৎ এবার মণ্ডপগুলো আলোকসজ্জা করা হবে না। কিংবা পূজা উপলক্ষে বিগত দিন মণ্ডপগুলোতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এবার শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত