Ajker Patrika

ভারী বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫০
ভারী বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট

পাইকগাছায় ভারী বৃষ্টিপাতে পৌর সদরসহ ইউনিয়নের নিম্নাঞ্চলের পুকুর ও রাস্তাঘাট ডুবে গেছে। এতে ঘরের বাইরে বের হতে পারছেন না মানুষ। গত বুধবার মধ্যে রাত হতে সকাল পর্যন্ত টানা ৬ ঘণ্টা বৃষ্টিপাতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে।

গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের সোহরাফ হোসেন বলেন, ‘আমার বাড়ির পাশে প্রায় ৩০ বিঘা জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। এ ভাবে আর একদিন থাকলে ধান সব মরে যাবে।’

মটবাটী গ্রামের ইউনুছ আলী বলেন, ‘ভারী বর্ষণে ১০ বিঘা মাছের ঘের ডুবে সব মাছ ভেসে গেছে।’

একই এলাকার মিজানুর রহমান জানান, ‘রাতের বৃষ্টিতে আমার বাড়ির উঠানে এখন হাঁটু পানি।’

পাইকগাছা থানার ওসি তদন্ত জিয়াউর রহমান বলেন, ‘আমাদের থানার পুকুরটি ভারী বর্ষণে ডুবে পুকুরের মাছ ভেসে গেছে। পাশের ফুটবল মাঠ থেকে জেলেরা আমাদের পুকুরের মাছ ধরছে।’

পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের উপ-সহকরী কৃষি কর্মকর্তা ডল্টন রায় জানান, ‘নিম্নাঞ্চলের আমন ধান ডুবে রয়েছে। এ ভাবে এক থেকে দুই দিন ডুবে থাকলে সমস্যা হবে না। বেশি দিন ডুবে থাকলে ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, ‘এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির অভিযোগ পাইনি। তবে ভারী বর্ষণে কিছু পুকুর ও গ্রাম এলাকার পুকুর রাস্তাঘাট ডুবে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত