ক্রিকেটকে ‘সবার খেলা’ করতে চাইছে আইসিসি
দুবাই স্পোর্টস সিটিতে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) সদর দপ্তরের পাশ দিয়েই যেতে হয় আইসিসি একাডেমি মাঠে। এই মাঠেই অনুশীলন সারে এশিয়া কাপের প্রতিটি দল। শুধু এশিয়া কাপই নয়, দুবাইয়ে যেকোনো বড় টুর্নামেন্ট হলেই আইসিসির একাডেমি মাঠই যেন দলগুলোর কাছে ঝালিয়ে নেওয়ার উপযুক্ত জায়গা।