আইসিসির হল অফ ফেমে কাদির ও চন্দরপল
খেলায় অনেকবারই পুরস্কার পেয়েছেন সাবেক তিন ক্রিকেটার শিবনারায়ন চন্দরপল, নারী ক্রিকেটার শার্লট এডওয়ার্ডস ও প্রয়াত আবদুল কাদির। তবে এবার অনন্য এক সম্মানে ভূষিত হলেন তাঁরা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অফ ফেমে জায়গা পেয়েছেন এই তিন সাবেক ক্রিকেটার।