বর্ণবাদের অভিযোগের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। পরামর্শ সংস্থা প্ল্যান৪ স্পোর্টের স্বাধীন তদন্তে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের সব সদস্য।
দেশটির ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা স্পোর্টস্কটল্যান্ড এরই মধ্যে ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রতি আইসিসির পূর্ণ সমর্থন আছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক মুখপাত্র।
গত রাতে আইসিসির সম্মেলন শেষে ওই মুখপাত্র বলেছেন, ‘ক্রিকেট সবার জন্যই একটি খেলা। আমরা ক্রিকেট স্কটল্যান্ডের নতুন বোর্ড ও নেতৃত্বকে সমর্থন জানাচ্ছি। আশা করছি নতুন কমিটি খেলাটিকে আরও বৈচিত্র্যময় করতে তুলবে ও শুদ্ধতার নজির স্থাপনে কাজ করবে।’
সাধারণত আইসিসি কোনো সদস্য দেশে বাইরের হস্তক্ষেপ হালকাভাবে দেখে না। তবে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সহযোগী সদস্য স্কটল্যান্ডের ক্ষেত্রে ছাড় দিল। এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট স্কটল্যান্ডের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির ক্রিকেট কাঠামো দেখার পর আইসিসি বেশ সন্তুষ্ট। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে করা তদন্তও সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হয়েছে তাদের। সে কারণে বোর্ডের নতুন কমিটিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে এই কমিটি নির্বাচিত না হওয়ায় বোর্ডের পুরো নিয়ন্ত্রণ আপাতত স্পোর্টস্কটল্যান্ডের কাছেই থাকছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন কমিটি গঠন হবে। সেই কমিটিতে সমান ৪০ শতাংশ করে নারী ও পুরুষ সদস্য থাকবেন। বাকি ২০ শতাংশ দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের দিয়ে পূরণ করা হবে।
বর্ণবাদের অভিযোগের প্রমাণ মেলায় ভেঙে দেওয়া হয়েছে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। পরামর্শ সংস্থা প্ল্যান৪ স্পোর্টের স্বাধীন তদন্তে একযোগে পদত্যাগ করেছেন বোর্ডের সব সদস্য।
দেশটির ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা স্পোর্টস্কটল্যান্ড এরই মধ্যে ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন নতুন কমিটি গঠন করেছে। সেই কমিটির প্রতি আইসিসির পূর্ণ সমর্থন আছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির এক মুখপাত্র।
গত রাতে আইসিসির সম্মেলন শেষে ওই মুখপাত্র বলেছেন, ‘ক্রিকেট সবার জন্যই একটি খেলা। আমরা ক্রিকেট স্কটল্যান্ডের নতুন বোর্ড ও নেতৃত্বকে সমর্থন জানাচ্ছি। আশা করছি নতুন কমিটি খেলাটিকে আরও বৈচিত্র্যময় করতে তুলবে ও শুদ্ধতার নজির স্থাপনে কাজ করবে।’
সাধারণত আইসিসি কোনো সদস্য দেশে বাইরের হস্তক্ষেপ হালকাভাবে দেখে না। তবে এবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সহযোগী সদস্য স্কটল্যান্ডের ক্ষেত্রে ছাড় দিল। এমন সিদ্ধান্তের ক্ষেত্রে ক্রিকেট স্কটল্যান্ডের উন্নতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশটির ক্রিকেট কাঠামো দেখার পর আইসিসি বেশ সন্তুষ্ট। বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে করা তদন্তও সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হয়েছে তাদের। সে কারণে বোর্ডের নতুন কমিটিকে সমর্থন জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
তবে এই কমিটি নির্বাচিত না হওয়ায় বোর্ডের পুরো নিয়ন্ত্রণ আপাতত স্পোর্টস্কটল্যান্ডের কাছেই থাকছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নতুন কমিটি গঠন হবে। সেই কমিটিতে সমান ৪০ শতাংশ করে নারী ও পুরুষ সদস্য থাকবেন। বাকি ২০ শতাংশ দেশটির ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের দিয়ে পূরণ করা হবে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে