Ajker Patrika

আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে পাকিস্তান 

আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানাবে পাকিস্তান 

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে উত্তাপ নিয়ে যেরকম অনুমান করা হচ্ছিল, গতকাল সেটা ছাড়িয়ে গেছে বহুগুণে। ম্যাচেই সংর্ঘষে জড়ান পাকিস্তান ব্যাটার আসিফ আলী ও আফগানিস্তান পেসার ফারিদ আহমেদ। যেটার রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ম্যাচ হারের পর গ্যালারিতে পাকিস্তান সমর্থকদের ওপর চড়াও হন আফগান সমর্থকেরা।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, পাকিস্তান সমর্থকদের ওপর চেয়ার ছুড়ে মারছেন আফগান সমর্থকেরা। কম যাননি পাকিস্তান সমর্থকেরাও। তাঁরাও চেয়ার ছোড়াছুড়ি করেছেন। এসব দেখে চুপ থাকতে পারেননি শোয়েব আকতারের মতো পাকিস্তানের সাবেকরা। রাগ ঝেড়েছেন আফগান সমর্থকদের ওপর।

এবার মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাও। মাঠে এমন আচরণকে 'গুন্ডামি' হিসেবে উল্লেখ করেছেন পিসিবির এই বড়কর্তা। আফগানিস্তানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগের কথাও জানিয়েছেন রমিজ। সংবাদমাধ্যমকে পিসিবির চেয়ারম্যান বলেন, 'ক্রিকেটের সঙ্গে আপনি গুণ্ডামি মেলাতে পারেন না। এই ধরনের কার্যক্রম আপনাকে অসুস্থ করে তুলবে। আমরা আইসিসির কাছে লিখছি, বিষয়টা উদ্বেগের। যা যা দরকার হয় আমরা করব, কারণ, যেটা দেখা গেছে সেটা ভয়ংঙ্কর।'

দুই দলের সমর্থকদের বিবাদে জড়িয়ে পড়া নতুন নয়। সেদিনে ইঙ্গিত করে রমিজ আরও বলেন, 'এটা প্রথমবার ঘটছে এমন নয়। জয়-পরাজয় খেলার অংশ। লড়াইটা কঠিন ছিল। কিন্তু এখানে আবেগ নিয়ন্ত্রণ জরুরি ছিল। পরিবেশ যদি ঠিক না থাকে ক্রিকেট জাতি হিসেবে আপনি বেশিদূর যেতে পারবেন না।' এসব নিয়ে নিজের হতাশার জায়গা থেকে আইসিসির কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রমিজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত