ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশে এমসিসির ২০১৭-এর তৃতীয় সংস্করণের ধারা আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া। যেখানে বৈধতা পাচ্ছে ‘মানকাডিং’ আউট এবং বন্ধ হচ্ছে বলে লালার ব্যবহার। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকরী হবে।
‘মানকাডিং’ আউট: বোলিং সম্পূর্ণ করার আগে প্রায়ই নন স্ট্রাইকের উইকেট ভেঙে দিতেন ভিনু মানকড়। তাঁর নামানুসারে একে নাম দেওয়া হয় ‘মানকাডিং’ আউট। অনেকে এই আউটকে এত দিন ক্রিকেট স্পিরিটের পরিপন্থী মনে করতেন। তবে এই বিতর্কিত আউটকে এখন বৈধতা দেওয়া হচ্ছে। এখন তা সাধারণ রান আউটের মর্যাদা পাবে।
ক্যাচ আউটের সময় ব্যাটারের অবস্থান: ফিল্ডার ক্যাচ ধরার সময় ব্যাটাররা অবস্থান পরিবর্তন করলেন কি না তা এখন থেকে বিবেচনা করা হবে না। চলমান নিয়ম অনুযায়ী, ক্যাচ হওয়ার আগে যদি দুই ব্যাটার নিজেদের ক্রস করেন তবে নতুন ব্যাটার নন স্ট্রাইকে খেলা শুরু করেন। তবে এখন থেকে নতুন ব্যাটার সব সময় আউট হওয়া ব্যাটারের প্রান্তেই দাঁড়াবেন।
বলে লালার ব্যবহার নিষিদ্ধ: কোভিডের কারণে বলে লালার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর আগের সেই নিয়মকে এবার স্থায়ী করা হচ্ছে।
সময় কমল ব্যাটারদের: টেস্ট ও ওয়ানডেতে উইকেট পতনের পর নতুন ব্যাটার স্ট্রাইক প্রান্ত আসার জন্য আগে তিন মিনিট সময় পেতেন। তবে এখন সে সময় কমেছে। এখন এ দুই ফরম্যাটের নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে মাঠে থাকতে হবে। আর টি-টোয়েন্টিতে ৯০ সেকেন্ডের মধ্যে মাঠে উপস্থিত থাকার নিয়ম অপরিবর্তিত থাকছে।
রান জরিমানা: বোলার বোলিংয়ের সময় কোনো ফিল্ডার যদি নিয়মবহির্ভূত ও ইচ্ছাকৃত নড়াচড়া করেন তবে ফিল্ডিং দলকে রান জরিমানা করা হবে। ব্যাটিংয়ে থাকা দলকে ৫ রান পুরস্কার দেওয়া হবে। আর বলটি ‘ডেড’ ডাকা হবে না।
স্ট্রাইকে থাকা ব্যাটারকে রানআউট চেষ্টা বাতিল: আগের নিয়ম অনুযায়ী, বোলার বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই যদি দেখেন, স্ট্রাইকে থাকা ব্যাটার ডাউন দ্য উইকেটে চলে এসেছেন, তখন তিনি বল না করে থ্রোয়ে ব্যাটারকে রানআউটের চেষ্টা করতে পারতেন। তবে এখন তা করা যাবে না। ডেলিভারিটি ‘ডেড বল’ ডাকবেন আম্পায়ার।
ওভার-রেট পেনাল্টি: ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ না করলে বৃত্তের মধ্যে একজন ফিল্ডার নিয়ে আসতে হবে। টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে। ওয়ানডেতে এই নিয়ম চালু হবে ২০২৩ বিশ্বকাপ সুপার লিগ শেষ হওয়ার পরে।
ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশে এমসিসির ২০১৭-এর তৃতীয় সংস্করণের ধারা আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া। যেখানে বৈধতা পাচ্ছে ‘মানকাডিং’ আউট এবং বন্ধ হচ্ছে বলে লালার ব্যবহার। আগামী ১ অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকরী হবে।
‘মানকাডিং’ আউট: বোলিং সম্পূর্ণ করার আগে প্রায়ই নন স্ট্রাইকের উইকেট ভেঙে দিতেন ভিনু মানকড়। তাঁর নামানুসারে একে নাম দেওয়া হয় ‘মানকাডিং’ আউট। অনেকে এই আউটকে এত দিন ক্রিকেট স্পিরিটের পরিপন্থী মনে করতেন। তবে এই বিতর্কিত আউটকে এখন বৈধতা দেওয়া হচ্ছে। এখন তা সাধারণ রান আউটের মর্যাদা পাবে।
ক্যাচ আউটের সময় ব্যাটারের অবস্থান: ফিল্ডার ক্যাচ ধরার সময় ব্যাটাররা অবস্থান পরিবর্তন করলেন কি না তা এখন থেকে বিবেচনা করা হবে না। চলমান নিয়ম অনুযায়ী, ক্যাচ হওয়ার আগে যদি দুই ব্যাটার নিজেদের ক্রস করেন তবে নতুন ব্যাটার নন স্ট্রাইকে খেলা শুরু করেন। তবে এখন থেকে নতুন ব্যাটার সব সময় আউট হওয়া ব্যাটারের প্রান্তেই দাঁড়াবেন।
বলে লালার ব্যবহার নিষিদ্ধ: কোভিডের কারণে বলে লালার ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল। দুই বছর আগের সেই নিয়মকে এবার স্থায়ী করা হচ্ছে।
সময় কমল ব্যাটারদের: টেস্ট ও ওয়ানডেতে উইকেট পতনের পর নতুন ব্যাটার স্ট্রাইক প্রান্ত আসার জন্য আগে তিন মিনিট সময় পেতেন। তবে এখন সে সময় কমেছে। এখন এ দুই ফরম্যাটের নতুন ব্যাটারকে দুই মিনিটের মধ্যে মাঠে থাকতে হবে। আর টি-টোয়েন্টিতে ৯০ সেকেন্ডের মধ্যে মাঠে উপস্থিত থাকার নিয়ম অপরিবর্তিত থাকছে।
রান জরিমানা: বোলার বোলিংয়ের সময় কোনো ফিল্ডার যদি নিয়মবহির্ভূত ও ইচ্ছাকৃত নড়াচড়া করেন তবে ফিল্ডিং দলকে রান জরিমানা করা হবে। ব্যাটিংয়ে থাকা দলকে ৫ রান পুরস্কার দেওয়া হবে। আর বলটি ‘ডেড’ ডাকা হবে না।
স্ট্রাইকে থাকা ব্যাটারকে রানআউট চেষ্টা বাতিল: আগের নিয়ম অনুযায়ী, বোলার বোলিং করার সময় পপিং ক্রিজে ঢোকার আগেই যদি দেখেন, স্ট্রাইকে থাকা ব্যাটার ডাউন দ্য উইকেটে চলে এসেছেন, তখন তিনি বল না করে থ্রোয়ে ব্যাটারকে রানআউটের চেষ্টা করতে পারতেন। তবে এখন তা করা যাবে না। ডেলিভারিটি ‘ডেড বল’ ডাকবেন আম্পায়ার।
ওভার-রেট পেনাল্টি: ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ না করলে বৃত্তের মধ্যে একজন ফিল্ডার নিয়ে আসতে হবে। টি-টোয়েন্টিতে এই নিয়ম চালু হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে। ওয়ানডেতে এই নিয়ম চালু হবে ২০২৩ বিশ্বকাপ সুপার লিগ শেষ হওয়ার পরে।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৯ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৬ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে