Ajker Patrika

হারের হতাশার মধ্যেই বাংলাদেশকে আইসিসির শাস্তি

হারের হতাশার মধ্যেই বাংলাদেশকে আইসিসির শাস্তি

জিম্বাবুয়ে সফরে দুই সিরিজ হারের ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই বাংলাদেশের ক্রিকেটে আরেক ধাক্কা। সিকান্দার রাজা-রেগিস চাকাভারা নন; তামিম ইকবালের দলকে এবার ধাক্কাটা দিয়েছে আইসিসি।

রোববার দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভাররেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা পড়েছে বাংলাদেশের সব ক্রিকেটারের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে ২ ওভার কম বল করেছিল বাংলাদেশ। তাতে নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হচ্ছে।

মন্থর ওভাররেটের কারণে আইসিসির সাজার বিধানটা বেশ কঠোর। আচরণ বিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি ওভার দেরিতে শেষ করলে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। ওই দিন খেলা শেষে অধিনায়ক তামিম ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। এ কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আগে ব্যাট করে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্য ১৫ বল আর ৫ উইকেট অক্ষত রেখে ছুঁয়ে ফেলে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতেও বাংলাদেশের ৩০৩ রান তাড়া করে জিতেছে স্বাগতিকেরা। দুই ম্যাচেই সেঞ্চুরি করেন সিকান্দার রাজা।

আগামীকাল জরিমানার খড়গ নিয়েই ধবলধোলাইয়ের বিব্রতকর পরিস্থিতি এড়ানোর লড়াইয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত