বিজ্ঞাপন ছাড়া বিনা মূল্যে ইউটিউবে ভিডিও দেখার কোনো উপায় আর থাকছে না। যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন, তাঁদের হয় টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে, নয়তো ভিডিও দেখারই সুযোগ থাকবে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডব্লকারদের বিরুদ্ধে ইউটিউব কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থানে যাচ্ছে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার শনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই-মেইলের মাধ্যমে দ্য ভার্জকে জানিয়েছেন, অ্যাডব্লকার শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন নয়। অন্য কনটেন্ট প্রকাশকেরা নিয়মিত দর্শকদের অ্যাডব্লকার নিষ্ক্রিয় করতে বলে।
তিনি বলেন, ‘অ্যাডব্লকার ব্যবহাকারীদের জন্য ইউটিউবে প্লেব্যাক বন্ধ করার পদক্ষেপটাই আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। শুধু সেই ভিউয়ারের ক্ষেত্রে এটি করা হবে ,যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না। তাঁরা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। যদি ভিউয়ার মনে করেন ভুলভাবে তাঁকে ফ্ল্যাগ করা হচ্ছে, তাহলে তিনি প্রদেয় লিংকে ক্লিক করে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।’
অর্থাৎ, এটি স্পষ্ট যে অ্যাডব্লকার ব্যবহারকারীদের ব্যাপারে ইউটিউব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিনা খরচে ব্যবহারের প্ল্যাটফর্ম ইউটিউব তার কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে ভিউয়ারেদর বিজ্ঞাপন দেখানোর ন্যায্যতা প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে। ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বিজ্ঞাপন দেখানোর মডেলটিই কনটেন্ট ক্রিয়েটরদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেম দিচ্ছে। এর কল্যাণেই কোটি কোটি মানুষকে বিশ্বব্যাপী বিনা মূল্যে ইচ্ছেমতো কনটেন্ট দেখার সুযোগ করে দেওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে অফলাইন ডাউনলোড ও ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মতো অন্যান্য সুবিধাও থাকবে।
গত বছরের নভেম্বরে ইউটিউব জানায়, ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের সাবস্ক্রাইবার ৮ কোটি ছাড়িয়ে গেছে।
বিজ্ঞাপন ছাড়া বিনা মূল্যে ইউটিউবে ভিডিও দেখার কোনো উপায় আর থাকছে না। যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন, তাঁদের হয় টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে, নয়তো ভিডিও দেখারই সুযোগ থাকবে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডব্লকারদের বিরুদ্ধে ইউটিউব কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থানে যাচ্ছে।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার শনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।
এ ব্যাপারে গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই-মেইলের মাধ্যমে দ্য ভার্জকে জানিয়েছেন, অ্যাডব্লকার শনাক্ত করে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন নয়। অন্য কনটেন্ট প্রকাশকেরা নিয়মিত দর্শকদের অ্যাডব্লকার নিষ্ক্রিয় করতে বলে।
তিনি বলেন, ‘অ্যাডব্লকার ব্যবহাকারীদের জন্য ইউটিউবে প্লেব্যাক বন্ধ করার পদক্ষেপটাই আমরা খুব গুরুত্বসহকারে দেখছি। শুধু সেই ভিউয়ারের ক্ষেত্রে এটি করা হবে ,যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না। তাঁরা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। যদি ভিউয়ার মনে করেন ভুলভাবে তাঁকে ফ্ল্যাগ করা হচ্ছে, তাহলে তিনি প্রদেয় লিংকে ক্লিক করে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।’
অর্থাৎ, এটি স্পষ্ট যে অ্যাডব্লকার ব্যবহারকারীদের ব্যাপারে ইউটিউব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। বিনা খরচে ব্যবহারের প্ল্যাটফর্ম ইউটিউব তার কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে ভিউয়ারেদর বিজ্ঞাপন দেখানোর ন্যায্যতা প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে। ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বিজ্ঞাপন দেখানোর মডেলটিই কনটেন্ট ক্রিয়েটরদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেম দিচ্ছে। এর কল্যাণেই কোটি কোটি মানুষকে বিশ্বব্যাপী বিনা মূল্যে ইচ্ছেমতো কনটেন্ট দেখার সুযোগ করে দেওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে অফলাইন ডাউনলোড ও ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মতো অন্যান্য সুবিধাও থাকবে।
গত বছরের নভেম্বরে ইউটিউব জানায়, ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিকের সাবস্ক্রাইবার ৮ কোটি ছাড়িয়ে গেছে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৭ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৮ ঘণ্টা আগে