বিনা মূল্যে ব্যবহারের জন্য এমএস অফিসের একটি পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল বিনা মূল্য ব্যবহার করতে পারবেন। এটি অনলাইনের অফিস সংস্করণের তুলনায় ভিন্ন। কারণ এতে সীমিত ফিচার থাকবে। তবে এই সংস্করণটি স্থানীয়ভাবে ইনস্টল করে নতুন ফাইল তৈরি করা যাবে।
এখন পর্যন্ত মাইক্রোসফট ৩৬৫ অনলাইনই ছিল বিনা মূল্যে অফিসে ব্যবহারের একমাত্র উপায়। তবে মাইক্রোসফট নতুন বিকল্প পরীক্ষা করছে। তবে এই বিনা মূল্য, ডাউনলোডযোগ্য সংস্করণটি পুরোপুরি সমর্থন করার কোনো ঘোষণা দেয়নি কোম্পানিটি। এটি একটি পরীক্ষামূলক সংস্করণ হিসেবে বর্তমানে চালু রয়েছে।
এই নতুন অফিস সংস্করণটি একটি সীমিত পরীক্ষার অংশ, যা মাইক্রোসফটের প্রধান ওয়েবসাইট এবং সাপোর্ট পৃষ্ঠাগুলোতে পাওয়া যাচ্ছে না। ডাউনলোড পৃষ্ঠা প্রথমে নজরে না পড়লেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিবম ওয়েবসাইটের মাধ্যমে এটি খুঁজে পাওয়া গেছে। এই সংস্করণটি ডাউনলোড করতে চাইলে এই লিংক থেকে তা করতে পারেন।
এই অফিস অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপনের জন্য একটি বড় ব্যানার দেখা যাবে, যা কয়েক ঘণ্টা পর পর শব্দ ছাড়া ১৫ সেকেন্ডের ভিডিও দেখাবে। এ ছাড়া, এই পরীক্ষামূলক সংস্করণে ফাইলগুলো শুধু ওয়ানড্রাইভে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা। যদিও ফাইলগুলো ওয়ানড্রাইভ থেকে লোকাল স্টোরেজে কপি করা সহজ। তবে তাড়াহুড়ার সময় এই অতিরিক্ত ধাপ বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি ব্যবহারকারীদের ৩৬৫ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে আগ্রহী করার মাইক্রোসফটের একটি কৌশল।
বিবোম বলছে, এই বিজ্ঞাপন সমর্থিত সংস্করণটি শুধুমাত্র উইন্ডোজে পাওয়া যাবে, তবে ম্যাকওএসের জন্য একটি ডাউনলোড বাটনও দেখা যাচ্ছে।
সফটওয়্যারটি ডাউনলোডের পর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী ইনস্টল করুন। তারপর অফিস অ্যাপ খুললে, প্রথম পপ-আপ উইন্ডোতে ‘স্কিপ ফর নাও’ ক্লিক করুন এবং পরবর্তী পৃষ্ঠায় ‘কনটিনিউ ফর ফ্রি’ নির্বাচন করুন। এরপর ‘সেভ টু ওয়ানড্রাইভ’ নির্বাচন করুন, যাতে সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন না হয়।
এখনো এটি একটি পরীক্ষামূলক সংস্করণ। এটি সম্পূর্ণভাবে চালু হবে কিনা বা কখন চালু হবে সে সম্পর্কিত তথ্য জানায়নি মাইক্রোসফট।
অফিস ব্যবহার করার অফিশিয়াল অফলাইন উপায় হল—পেইড সংস্করণ, যা গত বছর একটি বড় আপডেট পেয়েছে। পিসি এবং ম্যাকওএসের এক ডিভাইসের জন্য অফিস ২০২৪ কিনতে ১৬০ ডলার খরচ করতে হবে। আর অফিস ২০২১ বর্তমানে ৭০ ডলার মূল্যে বিক্রি হচ্ছে।
যারা বিনা মূল্যে ডাউনলোডযোগ্য মাইক্রোসফট অফিসের বিকল্প খুঁজছেন। তাদের জন্য লিব্রিওফিসও একটি ভালো বিকল্প হতে পারে।
তথ্যসূত্র: টেক স্পট
বিনা মূল্যে ব্যবহারের জন্য এমএস অফিসের একটি পরীক্ষামূলক সংস্করণ চালু করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং এক্সেল বিনা মূল্য ব্যবহার করতে পারবেন। এটি অনলাইনের অফিস সংস্করণের তুলনায় ভিন্ন। কারণ এতে সীমিত ফিচার থাকবে। তবে এই সংস্করণটি স্থানীয়ভাবে ইনস্টল করে নতুন ফাইল তৈরি করা যাবে।
এখন পর্যন্ত মাইক্রোসফট ৩৬৫ অনলাইনই ছিল বিনা মূল্যে অফিসে ব্যবহারের একমাত্র উপায়। তবে মাইক্রোসফট নতুন বিকল্প পরীক্ষা করছে। তবে এই বিনা মূল্য, ডাউনলোডযোগ্য সংস্করণটি পুরোপুরি সমর্থন করার কোনো ঘোষণা দেয়নি কোম্পানিটি। এটি একটি পরীক্ষামূলক সংস্করণ হিসেবে বর্তমানে চালু রয়েছে।
এই নতুন অফিস সংস্করণটি একটি সীমিত পরীক্ষার অংশ, যা মাইক্রোসফটের প্রধান ওয়েবসাইট এবং সাপোর্ট পৃষ্ঠাগুলোতে পাওয়া যাচ্ছে না। ডাউনলোড পৃষ্ঠা প্রথমে নজরে না পড়লেও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিবম ওয়েবসাইটের মাধ্যমে এটি খুঁজে পাওয়া গেছে। এই সংস্করণটি ডাউনলোড করতে চাইলে এই লিংক থেকে তা করতে পারেন।
এই অফিস অ্যাপ্লিকেশনগুলোতে বিজ্ঞাপনের জন্য একটি বড় ব্যানার দেখা যাবে, যা কয়েক ঘণ্টা পর পর শব্দ ছাড়া ১৫ সেকেন্ডের ভিডিও দেখাবে। এ ছাড়া, এই পরীক্ষামূলক সংস্করণে ফাইলগুলো শুধু ওয়ানড্রাইভে সংরক্ষণ করতে পারবেন ব্যবহারকারীরা। যদিও ফাইলগুলো ওয়ানড্রাইভ থেকে লোকাল স্টোরেজে কপি করা সহজ। তবে তাড়াহুড়ার সময় এই অতিরিক্ত ধাপ বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি ব্যবহারকারীদের ৩৬৫ প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে আগ্রহী করার মাইক্রোসফটের একটি কৌশল।
বিবোম বলছে, এই বিজ্ঞাপন সমর্থিত সংস্করণটি শুধুমাত্র উইন্ডোজে পাওয়া যাবে, তবে ম্যাকওএসের জন্য একটি ডাউনলোড বাটনও দেখা যাচ্ছে।
সফটওয়্যারটি ডাউনলোডের পর স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী ইনস্টল করুন। তারপর অফিস অ্যাপ খুললে, প্রথম পপ-আপ উইন্ডোতে ‘স্কিপ ফর নাও’ ক্লিক করুন এবং পরবর্তী পৃষ্ঠায় ‘কনটিনিউ ফর ফ্রি’ নির্বাচন করুন। এরপর ‘সেভ টু ওয়ানড্রাইভ’ নির্বাচন করুন, যাতে সাবস্ক্রিপশন কেনার প্রয়োজন না হয়।
এখনো এটি একটি পরীক্ষামূলক সংস্করণ। এটি সম্পূর্ণভাবে চালু হবে কিনা বা কখন চালু হবে সে সম্পর্কিত তথ্য জানায়নি মাইক্রোসফট।
অফিস ব্যবহার করার অফিশিয়াল অফলাইন উপায় হল—পেইড সংস্করণ, যা গত বছর একটি বড় আপডেট পেয়েছে। পিসি এবং ম্যাকওএসের এক ডিভাইসের জন্য অফিস ২০২৪ কিনতে ১৬০ ডলার খরচ করতে হবে। আর অফিস ২০২১ বর্তমানে ৭০ ডলার মূল্যে বিক্রি হচ্ছে।
যারা বিনা মূল্যে ডাউনলোডযোগ্য মাইক্রোসফট অফিসের বিকল্প খুঁজছেন। তাদের জন্য লিব্রিওফিসও একটি ভালো বিকল্প হতে পারে।
তথ্যসূত্র: টেক স্পট
রসায়ন ও প্রযুক্তির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল রসায়নবিদ আলেসান্দ্রো ভোল্টার উদ্ভাবিত রাসায়নিক ব্যাটারি। ১৮০০ সালে এ ব্যাটারির আবিষ্কার ছাড়া আধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ইলেকট্রনিকসের অগ্রগতি ভাবা দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গবেষণা চলছে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবনে। তবে এখন পর্যন্ত সব
১ ঘণ্টা আগেযদি আপনি ইউটিউবে নিয়মিত ভিডিও দেখেন, তবে আপনার সামনে মুভি বা টিভি সিরিজের ভুয়া ট্রেইলার চোখে পড়ার কথা। এসব ভুয়া ট্রেইলার বানানো হয় আসল সিনেমার কিছু ক্লিপের সঙ্গে এআইভিত্তিক কণ্ঠস্বর ও ভিডিও মিশিয়ে ফলে অনেক দর্শকই বিভ্রান্ত হন, ধরে নেন এটা কোনো আসন্ন সিনেমার অফিশিয়াল ট্রেইলার। সাম্প্রতিক সময়ে এই ধরনে
২ ঘণ্টা আগেঅ্যাপল তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ১৯–এ বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন এই আপডেটে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাটারি ম্যানেজমেন্ট টুল, যা ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে আইফোনের ব্যাটারি লাইফ বা আয়ু বাড়াবে। এ ছাড়া নতুন অপারেটিং সিস্টেমে আসছে সম্পূর্ণ নতুন ডিজাইন, যা
৪ ঘণ্টা আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ বা প্রায় ৬ হাজার কর্মীকে ছাঁটাই করছে। খরচ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। আর অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল
৫ ঘণ্টা আগে