কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–চালিত কোডিং টুল ‘জেমিনি কোড অ্যাসিস্ট’–এর একটি নতুন সংস্করণ চালু করেছে গুগল। সাবস্ক্রিপশন ছাড়া বিনা মূল্যে ব্যবহার করা যাবে এই সংস্করণ। শিক্ষার্থী ও স্বাধীন ডেভেলপারদের সমর্থন দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কোড তৈরিতে ডেভেলপারদের সাহায্য করে জেমিনি কোড অ্যাসিস্ট। নতুন সংস্করণে গুগলের উন্নত জেমিনি ২.০ মডেল ব্যবহার করা হয়েছে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের মাধ্যমে জেমিনি কোড অ্যাসিস্টের ফ্রি সংস্করণটি ব্যবহার করা যাবে। এর আগে কেবল পেইড টিয়ার ব্যবহারকারীরা এই টুলটি ব্যবহার করতে পারতেন। তবে নতুন সংস্করণটি এআইভিত্তিক কোডিংয়ের সুবিধাগুলো আরও বড় পরিসরে পৌঁছে দিতে সাহায্য করবে। জেমিনি কোড অ্যাসিস্ট প্ল্যাটফর্মটি ডেভেলপারদের কোড ব্লক তৈরি, কোড স্নিপেট সম্পূর্ণ করা এবং ডিবাগিং করার মতো বিভিন্ন কোডিং কাজে সহায়তা করবে।
এটি সব পাবলিক-ডোমেন প্রোগ্রামিং ভাষা সমর্থন করে এবং জনপ্রিয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (আইডিই) যেমন: ভিজ্যুয়াল স্টুডিও কোড, গিটহাব, জেটব্রেইন্স, ফায়ারবেস এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর সঙ্গে কাজ করে। এ ছাড়া, জেমিনি কোড অ্যাসিস্ট এর ফ্রি সংস্করণ প্রতি মাসে সম্পূর্ণ ১ লাখ ৮০ হাজার কোড কমপ্লিকেশন পাওয়া যাবে। এ ছাড়া গিটহাবের সঙ্গে একত্রিত হয়ে টুলটি কোড রিভিউ সহজ করে দেয়।
জেমিনি কোড অ্যাসিস্টের এই সংস্করণ শিক্ষার্থী, স্বতন্ত্র ডেভেলপার এবং ছোট প্রকল্পে কাজ করা ব্যক্তিদের জন্য শক্তিশালী এআই কোডিং ক্ষমতা প্রদান করে। বিশেষ করে যারা প্রিমিয়াম টুলসের জন্য বাজেট বরাদ্দ করতে পারেন না। গিটহাব কোপাইলটের তুলনায় এটি বৃহত্তর কনটেক্সট উইন্ডো এবং বেশি মাসিক কোড কমপ্লিশন সীমা প্রদান করে, যা ডেভেলপারদের কোডিং কাজ পরিচালনায় আরও বেশি সুবিধা প্রদান করে।
যদিও ফ্রি ভার্সনে অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে। তবে এতে স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ সংস্করণের তুলনায় কিছু উন্নত ফিচারের অভাব রয়েছে। এই পেইড সংস্করণগুলো ব্যবসা কেন্দ্রিক টুলস যেমন: উৎপাদনশীলতা পরিসংখ্যান, গুগল ক্লাউড সার্ভিস ইন্টিগ্রেশন এবং প্রাইভেট কোড ডেটা সোর্স ব্যবহার করে এআই উত্তর কাস্টমাইজ করার ক্ষমতা প্রদান করে। এজন্য ফ্রি ভার্সনটি একক ডেভেলপারদের জন্য আদর্শ, বড় প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর জন্য নয়।
ডেভেলপাররা সহজেই তাদের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট দিয়ে জেমিনি কোড অ্যাসিস্টের ফ্রি ভার্সনে লগইন করতে পারেন। টুলটি বিভিন্ন আইডিই যেমন: ভিজ্যুয়াল স্টুডিও কোড, জেটব্রেইন্স এবং গিটহাবের মধ্যে কাজ করে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–চালিত কোডিং টুল ‘জেমিনি কোড অ্যাসিস্ট’–এর একটি নতুন সংস্করণ চালু করেছে গুগল। সাবস্ক্রিপশন ছাড়া বিনা মূল্যে ব্যবহার করা যাবে এই সংস্করণ। শিক্ষার্থী ও স্বাধীন ডেভেলপারদের সমর্থন দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কোড তৈরিতে ডেভেলপারদের সাহায্য করে জেমিনি কোড অ্যাসিস্ট। নতুন সংস্করণে গুগলের উন্নত জেমিনি ২.০ মডেল ব্যবহার করা হয়েছে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের মাধ্যমে জেমিনি কোড অ্যাসিস্টের ফ্রি সংস্করণটি ব্যবহার করা যাবে। এর আগে কেবল পেইড টিয়ার ব্যবহারকারীরা এই টুলটি ব্যবহার করতে পারতেন। তবে নতুন সংস্করণটি এআইভিত্তিক কোডিংয়ের সুবিধাগুলো আরও বড় পরিসরে পৌঁছে দিতে সাহায্য করবে। জেমিনি কোড অ্যাসিস্ট প্ল্যাটফর্মটি ডেভেলপারদের কোড ব্লক তৈরি, কোড স্নিপেট সম্পূর্ণ করা এবং ডিবাগিং করার মতো বিভিন্ন কোডিং কাজে সহায়তা করবে।
এটি সব পাবলিক-ডোমেন প্রোগ্রামিং ভাষা সমর্থন করে এবং জনপ্রিয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট (আইডিই) যেমন: ভিজ্যুয়াল স্টুডিও কোড, গিটহাব, জেটব্রেইন্স, ফায়ারবেস এবং অ্যান্ড্রয়েড স্টুডিওর সঙ্গে কাজ করে। এ ছাড়া, জেমিনি কোড অ্যাসিস্ট এর ফ্রি সংস্করণ প্রতি মাসে সম্পূর্ণ ১ লাখ ৮০ হাজার কোড কমপ্লিকেশন পাওয়া যাবে। এ ছাড়া গিটহাবের সঙ্গে একত্রিত হয়ে টুলটি কোড রিভিউ সহজ করে দেয়।
জেমিনি কোড অ্যাসিস্টের এই সংস্করণ শিক্ষার্থী, স্বতন্ত্র ডেভেলপার এবং ছোট প্রকল্পে কাজ করা ব্যক্তিদের জন্য শক্তিশালী এআই কোডিং ক্ষমতা প্রদান করে। বিশেষ করে যারা প্রিমিয়াম টুলসের জন্য বাজেট বরাদ্দ করতে পারেন না। গিটহাব কোপাইলটের তুলনায় এটি বৃহত্তর কনটেক্সট উইন্ডো এবং বেশি মাসিক কোড কমপ্লিশন সীমা প্রদান করে, যা ডেভেলপারদের কোডিং কাজ পরিচালনায় আরও বেশি সুবিধা প্রদান করে।
যদিও ফ্রি ভার্সনে অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে। তবে এতে স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ সংস্করণের তুলনায় কিছু উন্নত ফিচারের অভাব রয়েছে। এই পেইড সংস্করণগুলো ব্যবসা কেন্দ্রিক টুলস যেমন: উৎপাদনশীলতা পরিসংখ্যান, গুগল ক্লাউড সার্ভিস ইন্টিগ্রেশন এবং প্রাইভেট কোড ডেটা সোর্স ব্যবহার করে এআই উত্তর কাস্টমাইজ করার ক্ষমতা প্রদান করে। এজন্য ফ্রি ভার্সনটি একক ডেভেলপারদের জন্য আদর্শ, বড় প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর জন্য নয়।
ডেভেলপাররা সহজেই তাদের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট দিয়ে জেমিনি কোড অ্যাসিস্টের ফ্রি ভার্সনে লগইন করতে পারেন। টুলটি বিভিন্ন আইডিই যেমন: ভিজ্যুয়াল স্টুডিও কোড, জেটব্রেইন্স এবং গিটহাবের মধ্যে কাজ করে।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে