Ajker Patrika

মেসি-হালান্ডদের লিগ থেকে যেখানে অনন্য সিরি-‘আ’ 

মেসি-হালান্ডদের লিগ থেকে যেখানে অনন্য সিরি-‘আ’ 

৩৩ বছরের অপেক্ষা শেষে গতকাল সিরি-‘আ’র শিরোপা জিতল নাপোলি। ডেসিয়া অ্যারেনাতে উদিনেসের বিপক্ষে ড্র করে আগেভাগেই ২০২২-২৩ সিরি-‘আ’ নিশ্চিত করল নেপোলিটানরা। নাপোলির শিরোপা জয়ই ইতালিয়ান এই লিগকে করেছে অনন্য। 

সিরি-‘আ’ তে সর্বশেষ চার মৌসুমে চারটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০১৯-২০ শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর ২০২০-২১ এ জিতেছে ইন্টার মিলান। এসি মিলান জিতেছে ২০২১-২২ সিরি-‘আ’ আর গতকাল শিরোপা জিতেছে নাপোলি। সর্বশেষ চার মৌসুমের চারটিতে ভিন্ন চারটি দল শিরোপা অর্জনের একমাত্র ইউরোপীয় লিগ হলো সিরি-‘আ’। ইউরোপের বিখ্যাত লিগগুলোর মধ্যে আর কোনোটিতেই এমন রেকর্ড নেই। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। এরপর টানা দুই মৌসুম ইপিএল শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এবার সুযোগ রয়েছে হ্যাটট্রিক করার। এবারের ইপিএল জয়ে সমানে সমানে লড়াই চলছে আর্সেনাল ও সিটির। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৫ জয, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গানার্সরা। আর লিগ ওয়ানে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপরের মৌসুমের শিরোপা জিতেছে লিল। তারপর ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে পিএসজি। প্যারিসিয়ানদের কাছে এবারও রয়েছে লিগ ওয়ান জয়ের সুযোগ। 

অন্যদিকে লা-লিগায় সর্বশেষ তিন মৌসুমে শিরোপা জিতেছে দুই মাদ্রিদ। ২০১৯-২০ জিতেছে রিয়াল মাদ্রিদ। এরপরের মৌসুমের শিরোপা জেতে আতলেতিকো মাদ্রিদ। আর গত মৌসুমের শিরোপা জিতেছে রিয়ালরা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বার্সেলোনার। এক ম্যাচ জিতলেই ২০২২-২৩ লা লিগা চ্যাম্পিয়ন হবে কাতালানরা। আর বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ টানা দশ মৌসুমের সবকটিই জিতেছে বায়ার্ন। এবারের বুন্দেসলিগা জয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ডের। ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে রয়েছে বায়ার্ন ও ডটমুন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত