৩৩ বছরের অপেক্ষা শেষে গতকাল সিরি-‘আ’র শিরোপা জিতল নাপোলি। ডেসিয়া অ্যারেনাতে উদিনেসের বিপক্ষে ড্র করে আগেভাগেই ২০২২-২৩ সিরি-‘আ’ নিশ্চিত করল নেপোলিটানরা। নাপোলির শিরোপা জয়ই ইতালিয়ান এই লিগকে করেছে অনন্য।
সিরি-‘আ’ তে সর্বশেষ চার মৌসুমে চারটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০১৯-২০ শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর ২০২০-২১ এ জিতেছে ইন্টার মিলান। এসি মিলান জিতেছে ২০২১-২২ সিরি-‘আ’ আর গতকাল শিরোপা জিতেছে নাপোলি। সর্বশেষ চার মৌসুমের চারটিতে ভিন্ন চারটি দল শিরোপা অর্জনের একমাত্র ইউরোপীয় লিগ হলো সিরি-‘আ’। ইউরোপের বিখ্যাত লিগগুলোর মধ্যে আর কোনোটিতেই এমন রেকর্ড নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। এরপর টানা দুই মৌসুম ইপিএল শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এবার সুযোগ রয়েছে হ্যাটট্রিক করার। এবারের ইপিএল জয়ে সমানে সমানে লড়াই চলছে আর্সেনাল ও সিটির। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৫ জয, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গানার্সরা। আর লিগ ওয়ানে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপরের মৌসুমের শিরোপা জিতেছে লিল। তারপর ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে পিএসজি। প্যারিসিয়ানদের কাছে এবারও রয়েছে লিগ ওয়ান জয়ের সুযোগ।
অন্যদিকে লা-লিগায় সর্বশেষ তিন মৌসুমে শিরোপা জিতেছে দুই মাদ্রিদ। ২০১৯-২০ জিতেছে রিয়াল মাদ্রিদ। এরপরের মৌসুমের শিরোপা জেতে আতলেতিকো মাদ্রিদ। আর গত মৌসুমের শিরোপা জিতেছে রিয়ালরা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বার্সেলোনার। এক ম্যাচ জিতলেই ২০২২-২৩ লা লিগা চ্যাম্পিয়ন হবে কাতালানরা। আর বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ টানা দশ মৌসুমের সবকটিই জিতেছে বায়ার্ন। এবারের বুন্দেসলিগা জয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ডের। ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে রয়েছে বায়ার্ন ও ডটমুন্ড।
৩৩ বছরের অপেক্ষা শেষে গতকাল সিরি-‘আ’র শিরোপা জিতল নাপোলি। ডেসিয়া অ্যারেনাতে উদিনেসের বিপক্ষে ড্র করে আগেভাগেই ২০২২-২৩ সিরি-‘আ’ নিশ্চিত করল নেপোলিটানরা। নাপোলির শিরোপা জয়ই ইতালিয়ান এই লিগকে করেছে অনন্য।
সিরি-‘আ’ তে সর্বশেষ চার মৌসুমে চারটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০১৯-২০ শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর ২০২০-২১ এ জিতেছে ইন্টার মিলান। এসি মিলান জিতেছে ২০২১-২২ সিরি-‘আ’ আর গতকাল শিরোপা জিতেছে নাপোলি। সর্বশেষ চার মৌসুমের চারটিতে ভিন্ন চারটি দল শিরোপা অর্জনের একমাত্র ইউরোপীয় লিগ হলো সিরি-‘আ’। ইউরোপের বিখ্যাত লিগগুলোর মধ্যে আর কোনোটিতেই এমন রেকর্ড নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। এরপর টানা দুই মৌসুম ইপিএল শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এবার সুযোগ রয়েছে হ্যাটট্রিক করার। এবারের ইপিএল জয়ে সমানে সমানে লড়াই চলছে আর্সেনাল ও সিটির। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৫ জয, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গানার্সরা। আর লিগ ওয়ানে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপরের মৌসুমের শিরোপা জিতেছে লিল। তারপর ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে পিএসজি। প্যারিসিয়ানদের কাছে এবারও রয়েছে লিগ ওয়ান জয়ের সুযোগ।
অন্যদিকে লা-লিগায় সর্বশেষ তিন মৌসুমে শিরোপা জিতেছে দুই মাদ্রিদ। ২০১৯-২০ জিতেছে রিয়াল মাদ্রিদ। এরপরের মৌসুমের শিরোপা জেতে আতলেতিকো মাদ্রিদ। আর গত মৌসুমের শিরোপা জিতেছে রিয়ালরা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বার্সেলোনার। এক ম্যাচ জিতলেই ২০২২-২৩ লা লিগা চ্যাম্পিয়ন হবে কাতালানরা। আর বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ টানা দশ মৌসুমের সবকটিই জিতেছে বায়ার্ন। এবারের বুন্দেসলিগা জয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ডের। ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে রয়েছে বায়ার্ন ও ডটমুন্ড।
জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
৩৮ মিনিট আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
১ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
২ ঘণ্টা আগেবোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
৩ ঘণ্টা আগে