এই তো আগের ম্যাচেই পুরোদস্তুর অলরাউন্ড পারফরম্যান্সে সাকিব আল হাসান জিতেছিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন তিনি। ঠিক তার পরের ম্যাচে সাকিব নিজেকে মেলে ধরতে পারেননি। হারল তাঁর দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
ওয়াহাব রিয়াজ আজ ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ দেখতে উঠেছিলেন কিনা জানা নেই। আচ্ছা থাক, ধরে নেওয়া হলো তিনি খেলা দেখেননি। ম্যাচ না দেখলেও পরিসংখ্যান যদি তাঁর নজরে আসে, তাহলে কিছুটা হলেও তিনি স্বস্তি পেতে পারেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তিন বছর পর ফিরেও কিছু করতে পারছেন না সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিং সব বিভাগেই তিনি নিয়মিত ব্যর্থ। বাংলাদেশের তারকা অলরাউন্ডার ব্যর্থ হলেও এবার জিতেছে তাঁর দল অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।
মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। বাংলাদেশের কাছে সিরিজ খোয়ানোর পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হারল পাকিস্তান। দুঃসময়ের চক্রে ঘুরপাক খেতে থাকা পাকিস্তান দলকে নিয়ে তোপ দেগেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।