Ajker Patrika

গিলকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার বাবরের

গিলকে টপকে শীর্ষস্থান পুনরুদ্ধার বাবরের

বিশ্বকাপে নামের সুবিচার করতে না পারায় শুবমান গিলের কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন বাবর আজম। এবার হারানো সিংহাসন ফিরে পেয়েছেন তিনি। সেটিও আবার কোনো ম্যাচ না খেলেই। আজ আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ওয়ানডেতে ব্যাটারদের চূড়ায় উঠেছেন তিনি।

যাঁর কাছ থেকে সিংহাসন পুনরুদ্ধার করেছেন বাবর সেই গিলও আবার বিশ্বকাপের পর কোনো ম্যাচ খেলেননি। মূলত তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। ভারতীয় দলে না থাকায় উদীয়মান ব্যাটারের লাভের গুড় খেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর। আর ৮১০ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন গিল।

ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। ওয়ানডের বোলিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন না হলেও টি–টোয়েন্টিতে হয়েছে। প্রথমবারের মতো সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন আদিল রশিদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার।

দুই ধাপ উন্নতি হয়েছে আদিলের। এতে করে পেছনে ফেলেছেন দুইয়ে থাকা আফগানিস্তান লেগ স্পিনার রশিদ খান এবং তিনে থাকা ও ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণোইকে। আদিলের শীর্ষে উঠার মধ্যে দিয়ে ইংল্যান্ডের দীর্ঘ এক অপেক্ষারও অবসান হয়েছে। এক দশকেরও বেশি সময় পর কোনো ইংলিশ বোলার শীর্ষে উঠেছে। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ইংল্যান্ডের সাবেক অফ স্পিনার গ্রায়েম সোয়ান।

অন্যদিকে টি–টোয়েন্টির ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে নিজের শীর্ষ স্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটারের পরেই আছেন মোহাম্মদ রিজওয়ান ও এইডেন মার্করাম। অন্যদের পজিশনে উঠা–নামা হলেও সীমিত ওভারের সংস্করণের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সিংহাসন ধরে রেখেছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের মতো টেস্টে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে নিজ নিজ জায়গা ধরে রেখেছেন কেন উইলিয়ামসন, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত