নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান চূড়ান্ত করেননি মঞ্চের নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘এক দফা ঘোষিত হওয়ার পর যুগপৎ আন্দোলনে পদযাত্রার বার্তাটি খুব পরিষ্কার যে, অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে হবে। বর্তমান সরকারের দেশ চালানোর কোনো রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই। তাদের দখলদারিত্বমূলক শাসনে দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হয়েছে। মানুষ অবিলম্বে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান চায়, চায় গুণগত পরিবর্তন।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, গুমের পথে যাবেন না এই অনুরোধ করি। আমরা পথে যখন নেমেছি পথের শেষ দেখব। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করব।’
জোনায়েদ সাকি বলেন, ‘কোন সংবিধানের অধীনে নির্বাচন? যে সংবিধানের কোনো নৈতিক বৈধতা নেই? আদালতের যে রায়ের ভিত্তিতে এই সংশোধনী হয়েছে সেই রায়ও তো তারা বিকৃত করেছে। এই সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের কোনো বৈধতা নেই।’
আ স ম আব্দুর রব বলেন, ‘গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিলে লড়াই বাধবে ৷ এ লড়াইয়ের জন্য আমরা দায়ী থাকব না, বাধ দিলে ছেড়ে দেব না৷ যে দাবিতে মানুষ রাস্তায় নামে, রক্ত দেয় সে দাবি আদায় হতে বাধ্য। সরকারকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হবে ৷ এই গণ-অভ্যুত্থান হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নামান্তর।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী বৃহস্পতিবার (২৭ জুলাই) যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সমাবেশের স্থান চূড়ান্ত করেননি মঞ্চের নেতৃবৃন্দ।
আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানিয়েছেন মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
কর্মসূচি ঘোষণা করে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ‘এক দফা ঘোষিত হওয়ার পর যুগপৎ আন্দোলনে পদযাত্রার বার্তাটি খুব পরিষ্কার যে, অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগের ঘোষণা দিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দিতে হবে। বর্তমান সরকারের দেশ চালানোর কোনো রাজনৈতিক ও নৈতিক বৈধতা নেই। তাদের দখলদারিত্বমূলক শাসনে দেশ, জনগণ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বড় ধরনের বিপর্যয়ে নিপতিত হয়েছে। মানুষ অবিলম্বে বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান চায়, চায় গুণগত পরিবর্তন।’
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, গুমের পথে যাবেন না এই অনুরোধ করি। আমরা পথে যখন নেমেছি পথের শেষ দেখব। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করব।’
জোনায়েদ সাকি বলেন, ‘কোন সংবিধানের অধীনে নির্বাচন? যে সংবিধানের কোনো নৈতিক বৈধতা নেই? আদালতের যে রায়ের ভিত্তিতে এই সংশোধনী হয়েছে সেই রায়ও তো তারা বিকৃত করেছে। এই সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের কোনো বৈধতা নেই।’
আ স ম আব্দুর রব বলেন, ‘গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দিলে লড়াই বাধবে ৷ এ লড়াইয়ের জন্য আমরা দায়ী থাকব না, বাধ দিলে ছেড়ে দেব না৷ যে দাবিতে মানুষ রাস্তায় নামে, রক্ত দেয় সে দাবি আদায় হতে বাধ্য। সরকারকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হবে ৷ এই গণ-অভ্যুত্থান হবে দ্বিতীয় মুক্তিযুদ্ধের নামান্তর।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
১৯ ঘণ্টা আগেদুদু বলেন, ‘দেশে এখন জবাবদিহিমূলক সরকার দরকার। এ সরকার পেতে হলে ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাঁকে চিকিৎসা পর্যন্ত শেখ হাসিনা করতে দেয়নি। মিথ্যা মামলায় তাঁকে ৬ বছর জেলে রেখেছিল।’
২১ ঘণ্টা আগেপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একটি প্রতিনিধিদল। আজ রোববার বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
১ দিন আগেজুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু বিষয়ে বিএনপি অসামঞ্জস্য দেখছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে শিগগির মতামত জানানো হবে।
১ দিন আগে