Ajker Patrika

মেগা চুরি-দুর্নীতির বাজেট করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেগা চুরি-দুর্নীতির বাজেট করা হয়েছে: মির্জা ফখরুল

২০২৪-২৫ অর্থ বছরের বাজেটকে ‘মেগা চুরি-দুর্নীতির বাজেট’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন। 
 
মির্জা ফখরুল বলেন, ‘এটা তো লুটেরাদের দেশে পরিণত হয়েছে। লুটেরাদের বাজেট হবে লুট করার জন্য। এটাই আমি দেখতে পাচ্ছি যে, আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে। এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে-এখানে কর্মসংস্থান সৃষ্টি করার মত কিছু নাই। পুরো বাজেটটাই মেগা প্রকল্প আর মেগা চুরি-দুর্নীতির জন্য করা হয়েছে। এটা বাংলাদেশবিরোধী বাজেট হয়েছে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘যে বাজেট দেওয়া হয়েছে, তাতে আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। যেসব জায়গায় আয়ের উৎস দেখানো হয়েছে, তাতে করে সাধারণ মানুষের ওপর সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে, সেটাও সাধারণ মানুষের ওপর গিয়ে পড়বে।’

এর আগে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘এক কথায় বলতে গেলে, এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এ দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার! এই কল্পনার ফানুস-একদিকে দেশের বর্তমান ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ নিয়ে এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি ত্রাহি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে-এক নিষ্ঠুর খেলা মাত্র। ফলশ্রুতিতে দেশের ভবিষ্যৎ চিন্তায় এ বাজেট দেওয়া না দেওয়ার কোনোরকম সম্পর্ক তো নেইই, বরং এই অলিগার্কিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পরে আগামী বৎসরের এই বাজেট জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয়বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত