নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইএমএফের ঋণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে উল্লেখ করে সকল বিদেশী ঋণের শর্তসমূহ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা শেষে এ দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘বিদেশি ঋণের নামে হাজারটা শর্ত প্রতিনিয়ত জনগণের ওপর আরোপ করা হচ্ছে। কিন্তু সরকার কখনোই এসব ঋণ নেওয়ার সময় শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করে না। অবিলম্বে সকল বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনায় সরকারের তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ আরও বলেন, ‘বাংলাদেশের আজকের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন। উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকা নয়-ছয় করেছে সরকার। সরকারি মদদে দুর্নীতি লুটপাটের টাকা পাচার হয়েছে। সেই টাকা ফেরত আনা কিংবা দোষীদের গ্রেপ্তারেরও কোনো উদ্যোগ নেই।’
সভা থেকে আইএমএফের ঋণের নামে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভর্তুকি প্রত্যাহারের পাঁয়তারার বিরুদ্ধে আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ প্রমুখ।
আইএমএফের ঋণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে উল্লেখ করে সকল বিদেশী ঋণের শর্তসমূহ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা শেষে এ দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘বিদেশি ঋণের নামে হাজারটা শর্ত প্রতিনিয়ত জনগণের ওপর আরোপ করা হচ্ছে। কিন্তু সরকার কখনোই এসব ঋণ নেওয়ার সময় শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করে না। অবিলম্বে সকল বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনায় সরকারের তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ আরও বলেন, ‘বাংলাদেশের আজকের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন। উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকা নয়-ছয় করেছে সরকার। সরকারি মদদে দুর্নীতি লুটপাটের টাকা পাচার হয়েছে। সেই টাকা ফেরত আনা কিংবা দোষীদের গ্রেপ্তারেরও কোনো উদ্যোগ নেই।’
সভা থেকে আইএমএফের ঋণের নামে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভর্তুকি প্রত্যাহারের পাঁয়তারার বিরুদ্ধে আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ প্রমুখ।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১ দিন আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১ দিন আগে