Ajker Patrika

সংস্কারে সহযোগিতা করবে, সরকারকে নির্বাচনের সময় বেঁধে দেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০১: ১৩
সংস্কারে সহযোগিতা করবে, সরকারকে নির্বাচনের সময় বেঁধে দেবে না বিএনপি

অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য সময় দেবে বিএনপি। ফলে নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়াকে বাস্তবসম্মত মনে করছে না দলটির জাতীয় স্থায়ী কমিটি। 

আজ মঙ্গলবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকারকে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনে বৈঠকে সভাপতিত্ব করেন। 

বৈঠক সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে একমত হন যে, নতুন সরকার দুর্নীতির বিচারের পাশাপাশি প্রশাসনিক ও অর্থনৈতিক খাত ও বিচার বিভাগে সংস্কারের জন্য বড় ধরনের উদ্যোগ নিচ্ছে। গ্রহণযোগ্য সংস্কার করতে হলে সরকারকে সময় বেঁধে দেওয়া বাস্তবসম্মত হবে না। এ কারণে সম্ভাব্য দ্রুততম সময়ে ১৩ তম জাতীয় সংসদের নির্বাচন চেয়ে দলের ঊর্ধ্বতন নেতারা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন, তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

স্থায়ী কমিটি সরকারের নানামুখী সংস্কারের উদ্যোগে সহযোগিতা করারও সিদ্ধান্ত নেয়। 

সরকারের কাছে বিডিআর হত্যাযজ্ঞের ঘটনা আবার খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চাইবে বিএনপি। 

 ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে বাহিনীটিতে কর্মরত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। 

এ ছাড়া সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জোরালোভাবে পালনেরও সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত