স্মৃতির ঢেউয়ে যে নদী
নদীর কথা, গ্রামের সব কথা বলা হয়নি, একজীবনে হবেও না। এতসব স্মৃতি আছে! নদী ও গ্রামের কথা লিখেছি মাঝে মাঝে। গ্রামে যে আমি অনেকদিন থেকেছি তা নয়। আর গ্রাম বলতে আমার মনে ছাপ ফেলে আছে নানাবাড়ি কালোয়া—এ কথা আমি এতবার বলেছি, আরও বলতে ইচ্ছে করে। রবীন্দ্রনাথের শিলাইদহের পাশেই কালোয়া।