মাথা ঘোরানো রাজনৈতিক হিসাব-নিকাশ
কাবুলের বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পর মনে হলো, লেখালেখির চোখ এখনো আফগানিস্তানে থাকা দরকার। আমাদের দেশে যাঁরা তালেবানের ক্ষমতায় আসা না-আসা নিয়ে খুব চিন্তিত, তাঁদের অনেকেই মনে করেন, মার্কিনদের হাত থেকে আফগানরা মুক্ত হলো, এটাই আসল বিজয়। কিন্তু এটা কার বিজয়, কেন বিজয়, আদতেই বিজয় কি না, আর বিজয় হয়ে থা