সম্পাদকীয়
সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। তিনি জলবায়ুবিষয়ক একটি সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেছেন।
রোহিঙ্গা ইস্যুতে অসামান্য উদারতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য বাইডেন প্রশাসন অত্যন্ত কৃতজ্ঞ। রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করে জন কেরি বলেন, এটা একমাত্র বাংলাদেশের দায়িত্ব নয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা আমাদের বন ও নৃতাত্ত্বিক ব্যবস্থা ধ্বংস করছে। আমরা আশাবাদী যে, যুক্তরাষ্ট্রের কার্যকর উদ্যোগ রোহিঙ্গাদের একটি সাধারণ জীবন যাপনের জন্য মিয়ানমারে নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য সহায়তা করতে পারে।
জাতিসংঘের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৭ থেকে ২০ মার্চ ভাসানচর সফর করার পর তাদের মনোভাব নমনীয় হয়েছে বলে জানা গেছে। একটি ইতিবাচক প্রতিবেদন তারা জমা দিয়েছে। এখন আশা করা হচ্ছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজারের পাশাপাশি ভাসানচরেও জাতিসংঘ যুক্ত হবে। তবে যেটা জরুরি প্রয়োজন, সেটা হলো রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে চাপ দিয়ে বাধ্য করা।
সম্প্রতি বাংলাদেশে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি। তিনি জলবায়ুবিষয়ক একটি সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে এসে এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেছেন।
রোহিঙ্গা ইস্যুতে অসামান্য উদারতা দেখানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেছেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য বাইডেন প্রশাসন অত্যন্ত কৃতজ্ঞ। রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া জরুরি বলে উল্লেখ করে জন কেরি বলেন, এটা একমাত্র বাংলাদেশের দায়িত্ব নয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা আমাদের বন ও নৃতাত্ত্বিক ব্যবস্থা ধ্বংস করছে। আমরা আশাবাদী যে, যুক্তরাষ্ট্রের কার্যকর উদ্যোগ রোহিঙ্গাদের একটি সাধারণ জীবন যাপনের জন্য মিয়ানমারে নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য সহায়তা করতে পারে।
জাতিসংঘের ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৭ থেকে ২০ মার্চ ভাসানচর সফর করার পর তাদের মনোভাব নমনীয় হয়েছে বলে জানা গেছে। একটি ইতিবাচক প্রতিবেদন তারা জমা দিয়েছে। এখন আশা করা হচ্ছে, রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কক্সবাজারের পাশাপাশি ভাসানচরেও জাতিসংঘ যুক্ত হবে। তবে যেটা জরুরি প্রয়োজন, সেটা হলো রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষকে চাপ দিয়ে বাধ্য করা।
গত শতকের নব্বইয়ের দশক থেকে দেশে আঙুর চাষের চেষ্টা চলেছে। দেশের মাটিতে আঙুরের ফলন হয়েছে ঠিকই, কিন্তু স্বাদ ছিল বেজায় টক। বাংলাদেশের সাধারণ মানুষ তখনো জানত না আঙুরগাছ দেখতে কেমন।
১৫ ঘণ্টা আগেমে মাসে সূর্য যেন শুধু তাপ নয়, আগুন ছড়াচ্ছে। আকাশ থেকে যেন নেমে এসেছে মাথার ওপর, ওপর থেকে ঢুকে গেছে, যাচ্ছে ভেতরে। শহরের রাস্তায় আগুনের মতো উত্তাপ, গ্রামগঞ্জে পানির জন্য হাহাকার।
১৫ ঘণ্টা আগেউপকূলীয় এলাকায় জেগে ওঠা চরাঞ্চলে ১৯৬৫ সাল থেকে বন সৃষ্টি করা হচ্ছে, যাকে প্যারাবন বলা হয়। বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এবং কক্সবাজার জেলায় এই প্যারাবন গড়ে উঠেছে। প্রায় ১ লাখ ৯৬ হাজার হেক্টর ভূমিতে এই বন তৈরি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগেকুড়িগ্রামের উলিপুরের একটি গ্রামে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, তা আমাদের রাষ্ট্রীয় প্রচলিত বিচারব্যবস্থা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোই বটে। একই সঙ্গে আমাদের গ্রামীণ সমাজকাঠামোতে যে এখনো গ্রাম্য মাতবরদের দৌরাত্ম্য আছে, সেটা স্পষ্ট হয়েছে।
১৫ ঘণ্টা আগে