বিজন সাহা
গত ৭ জুলাই ২০২১, এ বছরের মতো প্রথম সাইকেল বের করেছিলাম। সাইকেল অবশ্য রেডি করে রেখেছি অনেক আগেই। তবে, প্রতিদিন হাঁটার কোটা পূরণ করতে গিয়ে আজ না কাল করতে করতে এত দেরি।
সাইকেলের কথা মনে হলেই ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের বাড়িতে তখন তিনটে সাইকেল ছিল–হারকিউলিস, ফনিক্স আর একটা কি যেন। সেগুলো ছিল বাবা, কাকা আর জ্যাঠামশাইয়ের। বাবা আর কাকা বুধবার ঘিওর হাট, শনিবার ঝিটকা হাট আর রোববার জাবরা হাটে যেতেন সাইকেলে। জ্যাঠামশাই কখনোই কোথাও একটা যেতেন না, তাই সাইকেল তাঁর বেকার থাকত। সেদিক থেকে বলতে গেলে সাইকেলগুলো ছিল আমাদের দখলে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না। শুধু জ্যাঠামশাই বকাঝকা করতেন। ফলে আমাদের কাজ ছিল তাঁর অগোচরে সাইকেল নিয়ে বেরিয়ে যাওয়া আর সেভাবেই তাঁর চোখকে ফাঁকি দিয়ে সেটা জায়গামতো রাখা। তবে, আমি সাইকেল নিয়ে নিজে খুব দূরে একটা যেতাম না। এসএসসি পরীক্ষার সময় প্র্যাকটিকেল পরীক্ষা দিতে সাইকেলে ঘিওর গেছি, দেবেন্দ্র কলেজে নির্বাচনোত্তর মারামারির পর কখনো কখনো ভেতর দিয়ে মানিকগঞ্জ গেছি। আর একবার সাইকেল নিয়ে গিয়েছিলাম আরিচা ছাত্র ইউনিয়নের কাজে। সন্ধ্যার পর ঢাকা-আরিচা সড়ক দিয়ে সাইকেল চালিয়ে একা একা বাড়ি ফেরা ছিল সত্যিকার অর্থেই এক ভয়ংকর অভিজ্ঞতা।
মস্কোয় আসার পর সাইকেলের তেমন একটা দরকার পড়েনি। তবে দুবনায় এসে দেখলাম এখানে প্রায় সবাই সাইকেল চালায়। ইতালিয়ান পদার্থবিদ ব্রুনো পন্টেকরভো, যিনি দুবনায় জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চে কাজ করতেন, দুবনায় বিজ্ঞানীদের মধ্যে সাইকেল চালানোর রীতির প্রচলক বলে শুনি। আর সেটা অমর করে রাখতে দুবনায় একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে যেখানে ব্রুনো পন্টেকরভো আর ইলিয়া ফ্রাঙ্ক দাঁড়িয়ে কথা বলছেন। পন্টেকরভো দাঁড়িয়ে আছেন সাইকেল নিয়ে। তবে, আমি সাইকেল কিনি দুবনায় আসার বছর সাতেক পর, ২০০১ সালে। যেহেতু সে সময় বাচ্চারা ছোট ছিল, তাই সাইকেলে এক এক করে ওদের এখানে-সেখানে পৌঁছে দিতে সুবিধা হতো। তবে আমার প্রথম সাইকেলটি কয়েক দিনের মধ্যেই চুরি হয়ে যায়। এর ফলে অবশ্য আমার স্ত্রী গুলিয়া নিজের সাইকেলটা হারায়। ওটা আমার দখলে চলে আসে।
আমি যে এ নিয়ে খুব একটা মনঃকষ্টে ভুগেছি, তা নয়। কেউ যদি এ নিয়ে কথা বলার চেষ্টা করত বলতাম: ‘এটা তো চোরের সমস্যা। সাইকেল চুরির ব্যাপারে পুলিশের কাছে জানিয়েছি। ওরা ওই ব্র্যান্ডের কিছু সাইকেল দেখেছেও। এর অর্থ, সেটা আর ব্যবহার করতে পারবে না। এখন তাকে ভাবতে হবে, কীভাবে সাইকেলটা হজম করা যায়।’
ওই সময় আমি সাইকেল চালাতাম বারো মাস। শীত নেই, গ্রীষ্ম নেই সাইকেল চালিয়ে যাচ্ছি। একবার মনে আছে, বাইরে মাইনাস ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ বাতাস। আমি অর্ধেক পথ যাওয়ার পর সাইকেল আর এগোচ্ছে না। টায়ার্ড আর কাকে বলে। কিন্তু কী করা। সাইকেল তো ফেলে রেখে যেতে পারি না। এরপর থেকে তাপমাত্রা মাইনাস ২০ এর নিচে নামলে সাইকেল বাসায় রেখে যেতাম। শীতের সময় তখন খুব বেশি কেউ সাইকেল চালাত না। অনেকেই জিজ্ঞেস করত, যদি পড়ে যাই। বলতাম:
দ্যাখ, আমার পা মাত্র দুটো, আর সাইকেল থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে দুটো চাকার সঙ্গে আরও একটা পা যোগ হবে, মানে ত্রিমুখী সাপোর্ট আমি পাচ্ছি।
তবে সবচেয়ে মজা পেতাম বুড়িদের সঙ্গে দেখা হলে। বিশেষ করে শীতে সাইকেলের পেছনে যদি বাচ্চাদের কেউ বসে থাকত বা ওদের স্লেজ আমার সাইকেলের সঙ্গে বাঁধা থাকত, আমকে দেখেই বলে উঠত: হায় ঈশ্বর! হায় ঈশ্বর!
আমি তখন বাচ্চাদের বলতাম: দ্যাখ, এই লোকেরা জীবনেও ভগবানের নাম নেয় না। আজ আমার কল্যাণে তারা ঈশ্বরকে ডাকছে। ওদের ধর্মের পথে আনার জন্য আমার জমাখরচের খাতায় নিশ্চয়ই কিছু পুণ্য জমা পড়বে।
তবে, সাইকেল অনেক সময়ই রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। সেটা শূন্যের দশকের প্রথম দিকে। তখনো নব্বইয়ের রেশ দিকে দিকে। স্কিনহেডদের দৌরাত্ম্য। কখনো কখনো এই কালো চামড়ার মানুষটাকে দেখে ওরা তাড়া করার চেষ্টা করেছে আর আমিও সাইকেল চালিয়ে চলে গেছি ওঁদের ধরাছোঁয়ার বাইরে। তবে বর্তমানে সেসব ঝামেলা নেই বললেই চলে। এখন রাতবিরাতে নিশ্চিন্ত মনেই ঘুরে বেড়াই। কিন্তু দুবনার মতো ছোট শহরে সাইকেলের গুরুত্ব অপরিসীম। সবকিছু নিমেষে হাতের মুঠোয় চলে আসে।
আবার সমস্যাও আছে। আমার মতো লোকজন, যাঁরা একবার সাইকেলে উঠলে পাশের বিল্ডিংয়ে পর্যন্ত সাইকেল ছাড়া যেতে পারেন না, এটা তাঁদের একেবারেই হাঁটতে দেয় না। ভাবছি, কীভাবে সাইকেলও চালানো যায় আবার হাঁটাটাও ধরে রাখা যায়।
গত ৭ জুলাই ২০২১, এ বছরের মতো প্রথম সাইকেল বের করেছিলাম। সাইকেল অবশ্য রেডি করে রেখেছি অনেক আগেই। তবে, প্রতিদিন হাঁটার কোটা পূরণ করতে গিয়ে আজ না কাল করতে করতে এত দেরি।
সাইকেলের কথা মনে হলেই ছোটবেলার কথা মনে পড়ে। আমাদের বাড়িতে তখন তিনটে সাইকেল ছিল–হারকিউলিস, ফনিক্স আর একটা কি যেন। সেগুলো ছিল বাবা, কাকা আর জ্যাঠামশাইয়ের। বাবা আর কাকা বুধবার ঘিওর হাট, শনিবার ঝিটকা হাট আর রোববার জাবরা হাটে যেতেন সাইকেলে। জ্যাঠামশাই কখনোই কোথাও একটা যেতেন না, তাই সাইকেল তাঁর বেকার থাকত। সেদিক থেকে বলতে গেলে সাইকেলগুলো ছিল আমাদের দখলে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা ছিল না। শুধু জ্যাঠামশাই বকাঝকা করতেন। ফলে আমাদের কাজ ছিল তাঁর অগোচরে সাইকেল নিয়ে বেরিয়ে যাওয়া আর সেভাবেই তাঁর চোখকে ফাঁকি দিয়ে সেটা জায়গামতো রাখা। তবে, আমি সাইকেল নিয়ে নিজে খুব দূরে একটা যেতাম না। এসএসসি পরীক্ষার সময় প্র্যাকটিকেল পরীক্ষা দিতে সাইকেলে ঘিওর গেছি, দেবেন্দ্র কলেজে নির্বাচনোত্তর মারামারির পর কখনো কখনো ভেতর দিয়ে মানিকগঞ্জ গেছি। আর একবার সাইকেল নিয়ে গিয়েছিলাম আরিচা ছাত্র ইউনিয়নের কাজে। সন্ধ্যার পর ঢাকা-আরিচা সড়ক দিয়ে সাইকেল চালিয়ে একা একা বাড়ি ফেরা ছিল সত্যিকার অর্থেই এক ভয়ংকর অভিজ্ঞতা।
মস্কোয় আসার পর সাইকেলের তেমন একটা দরকার পড়েনি। তবে দুবনায় এসে দেখলাম এখানে প্রায় সবাই সাইকেল চালায়। ইতালিয়ান পদার্থবিদ ব্রুনো পন্টেকরভো, যিনি দুবনায় জয়েন্ট ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার রিসার্চে কাজ করতেন, দুবনায় বিজ্ঞানীদের মধ্যে সাইকেল চালানোর রীতির প্রচলক বলে শুনি। আর সেটা অমর করে রাখতে দুবনায় একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে যেখানে ব্রুনো পন্টেকরভো আর ইলিয়া ফ্রাঙ্ক দাঁড়িয়ে কথা বলছেন। পন্টেকরভো দাঁড়িয়ে আছেন সাইকেল নিয়ে। তবে, আমি সাইকেল কিনি দুবনায় আসার বছর সাতেক পর, ২০০১ সালে। যেহেতু সে সময় বাচ্চারা ছোট ছিল, তাই সাইকেলে এক এক করে ওদের এখানে-সেখানে পৌঁছে দিতে সুবিধা হতো। তবে আমার প্রথম সাইকেলটি কয়েক দিনের মধ্যেই চুরি হয়ে যায়। এর ফলে অবশ্য আমার স্ত্রী গুলিয়া নিজের সাইকেলটা হারায়। ওটা আমার দখলে চলে আসে।
আমি যে এ নিয়ে খুব একটা মনঃকষ্টে ভুগেছি, তা নয়। কেউ যদি এ নিয়ে কথা বলার চেষ্টা করত বলতাম: ‘এটা তো চোরের সমস্যা। সাইকেল চুরির ব্যাপারে পুলিশের কাছে জানিয়েছি। ওরা ওই ব্র্যান্ডের কিছু সাইকেল দেখেছেও। এর অর্থ, সেটা আর ব্যবহার করতে পারবে না। এখন তাকে ভাবতে হবে, কীভাবে সাইকেলটা হজম করা যায়।’
ওই সময় আমি সাইকেল চালাতাম বারো মাস। শীত নেই, গ্রীষ্ম নেই সাইকেল চালিয়ে যাচ্ছি। একবার মনে আছে, বাইরে মাইনাস ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড। বেশ বাতাস। আমি অর্ধেক পথ যাওয়ার পর সাইকেল আর এগোচ্ছে না। টায়ার্ড আর কাকে বলে। কিন্তু কী করা। সাইকেল তো ফেলে রেখে যেতে পারি না। এরপর থেকে তাপমাত্রা মাইনাস ২০ এর নিচে নামলে সাইকেল বাসায় রেখে যেতাম। শীতের সময় তখন খুব বেশি কেউ সাইকেল চালাত না। অনেকেই জিজ্ঞেস করত, যদি পড়ে যাই। বলতাম:
দ্যাখ, আমার পা মাত্র দুটো, আর সাইকেল থেকে পড়ে যাওয়ার উপক্রম হলে দুটো চাকার সঙ্গে আরও একটা পা যোগ হবে, মানে ত্রিমুখী সাপোর্ট আমি পাচ্ছি।
তবে সবচেয়ে মজা পেতাম বুড়িদের সঙ্গে দেখা হলে। বিশেষ করে শীতে সাইকেলের পেছনে যদি বাচ্চাদের কেউ বসে থাকত বা ওদের স্লেজ আমার সাইকেলের সঙ্গে বাঁধা থাকত, আমকে দেখেই বলে উঠত: হায় ঈশ্বর! হায় ঈশ্বর!
আমি তখন বাচ্চাদের বলতাম: দ্যাখ, এই লোকেরা জীবনেও ভগবানের নাম নেয় না। আজ আমার কল্যাণে তারা ঈশ্বরকে ডাকছে। ওদের ধর্মের পথে আনার জন্য আমার জমাখরচের খাতায় নিশ্চয়ই কিছু পুণ্য জমা পড়বে।
তবে, সাইকেল অনেক সময়ই রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। সেটা শূন্যের দশকের প্রথম দিকে। তখনো নব্বইয়ের রেশ দিকে দিকে। স্কিনহেডদের দৌরাত্ম্য। কখনো কখনো এই কালো চামড়ার মানুষটাকে দেখে ওরা তাড়া করার চেষ্টা করেছে আর আমিও সাইকেল চালিয়ে চলে গেছি ওঁদের ধরাছোঁয়ার বাইরে। তবে বর্তমানে সেসব ঝামেলা নেই বললেই চলে। এখন রাতবিরাতে নিশ্চিন্ত মনেই ঘুরে বেড়াই। কিন্তু দুবনার মতো ছোট শহরে সাইকেলের গুরুত্ব অপরিসীম। সবকিছু নিমেষে হাতের মুঠোয় চলে আসে।
আবার সমস্যাও আছে। আমার মতো লোকজন, যাঁরা একবার সাইকেলে উঠলে পাশের বিল্ডিংয়ে পর্যন্ত সাইকেল ছাড়া যেতে পারেন না, এটা তাঁদের একেবারেই হাঁটতে দেয় না। ভাবছি, কীভাবে সাইকেলও চালানো যায় আবার হাঁটাটাও ধরে রাখা যায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বয়ং একাধিকবার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন এমন এক আবহে অনুষ্ঠিত হবে যে তা শুধু দেশে নয়, সারা পৃথিবীতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনে গ্রহণযোগ্য নির্বাচনের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এটা তাঁর নিজের এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে
৬ ঘণ্টা আগেসোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫। আস্থা আছে কি না, স্বপ্রণোদিত হয়ে যাচাই করতে গিয়ে বিপাকে পড়েন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। সংসদে ১৯৪ জন সংসদ সদস্য তাঁর ওপর আস্থা জানিয়ে ভোট দিলেও ৩৬৪ জন তাঁকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। উল্লেখ্য, ফ্রান্সের আইনপ্রণেতা হচ্ছেন মোট ৫৭৭ জন। ফলে মাত্র ৯ মাস ক্ষমতায়
৬ ঘণ্টা আগেসময় এখন অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মানুষ তার হাজার বছরের ইতিহাসে অনেক বিপ্লবের সাক্ষী হয়েছে—কৃষি, শিল্প, তথ্যপ্রযুক্তি। প্রতিটি বিপ্লব আমাদের জীবনধারায় গভীর পরিবর্তন এনেছে, কেউ কেউ পেছনে পড়ে গেছে, কেউ সামনের সারিতে উঠে এসেছে। কিন্তু এইবার যা আসছে, তা হয়তো আর কাউকে কেবল পেছনেই ফেলবে না; বরং মানুষক
৬ ঘণ্টা আগেবাংলাদেশে ১৯৭২ থেকে ২০২২ সাল পর্যন্ত কীটনাশক ব্যবহারের পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। আজকের পত্রিকায় ১০ সেপ্টেম্বর প্রকাশিত ‘সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনাল’ (ক্যাবি) আয়োজিত এক কর্মশালায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।
৬ ঘণ্টা আগে