Ajker Patrika

৫৫ কার্যদিবসে ভার্চ্যুয়াল শুনানিতে ৭৩ হাজার আসামির জামিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫: ৩১
৫৫ কার্যদিবসে ভার্চ্যুয়াল শুনানিতে ৭৩ হাজার আসামির জামিন 

গত ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত নিম্ন আদালতের ভার্চ্যুয়াল শুনানিতে মোট ৭৩ হাজার আসামি জামিন পেয়েছেন। আজ বুধবার সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান। 

সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চ্যুয়াল শুনানির মাধ্যমে এক লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয়। এর মধ্যে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন। 

ব্যারিস্টার সাইফুর রহমান আরও জানান, ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারা দেশে বিচারকার্য চলাকালীন কিছু কিছু জেলায় স্থানীয় বিধিনিষেধের কারণে ভার্চ্যুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চ্যুয়াল শুনানিতে ছয় হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। আর তিন হাজার ৪২০ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত