প্রথম আলো পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি শামসুজ্জামানের প্রতিবেদনসংক্রান্ত সব তদন্ত বন্ধ রাখারও দাবি জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এই সংগঠন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃবিতে এ দাবি জানায়। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে।
শামসের গ্রেপ্তার হওয়া নিয়ে সিপিজে বলেছে, বুধবার (২৯ মার্চ) ভোরে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ২৬ মার্চ একটি ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে।
বুধবার রাতে ঢাকার রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, এক অজ্ঞাত ক্যামেরাপার্সনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
বিবৃতিতে সিপিজে দাবি করেছে, শামসের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি ভীতির সঞ্চার করছে। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।’
পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার আওতায় শামসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে বলে বিবৃতে বলেছে সিপিজে। এই ধারাগুলো আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রচার বা প্রকাশ; আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন তথ্য প্রকাশ বা প্রচার এবং প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।
প্রথম আলো পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংগঠনটি শামসুজ্জামানের প্রতিবেদনসংক্রান্ত সব তদন্ত বন্ধ রাখারও দাবি জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কভিত্তিক এই সংগঠন ওয়েবসাইটে দেওয়া এক বিবৃবিতে এ দাবি জানায়। একই সঙ্গে সিপিজে প্রথম আলোর কর্মীদের অবাধে তাঁদের পেশাগত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে।
শামসের গ্রেপ্তার হওয়া নিয়ে সিপিজে বলেছে, বুধবার (২৯ মার্চ) ভোরে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে ২৬ মার্চ একটি ‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে।
বুধবার রাতে ঢাকার রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান, এক অজ্ঞাত ক্যামেরাপার্সনসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলার তদন্ত শুরু করে কর্তৃপক্ষ।
বিবৃতিতে সিপিজে দাবি করেছে, শামসের গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সিপিজের প্রোগ্রাম ডিরেক্টর কার্লোস মার্টিনেজ দে লা সেরনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানকে গ্রেপ্তার ও হয়রানি ভীতির সঞ্চার করছে। অবিলম্বে শামসুজ্জামানকে মুক্তি দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে।’
পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারার আওতায় শামসের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে বলে বিবৃতে বলেছে সিপিজে। এই ধারাগুলো আপত্তিকর, মিথ্যা বা হুমকিমূলক তথ্য প্রচার বা প্রকাশ; আইনশৃঙ্খলার অবনতি ঘটায়—এমন তথ্য প্রকাশ বা প্রচার এবং প্ররোচনার সঙ্গে সম্পর্কিত।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৩০ মিনিট আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৭ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৭ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৭ ঘণ্টা আগে