প্রতিনিধি, শার্শা (যশোর)
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের জন্য উপহারস্বরূপ এক ট্রাক হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।
আজ রোববার বেলা ১টায় বেনাপোল বন্দর দিয়ে বন্দর ও কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এ সময় কলকাতা ডেপুটি হাইকমিশনে নিয়োজিত প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের আমগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধির কাছে হস্তান্তর করেন।
এর আগে ভারতকে করোনা প্রতিরোধে পাঁচ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ সরকার। এ ছাড়া ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও প্রতিবছর পূজার সময় ভারতে বিপুল পরিমানে ইলিশ পাঠানো হয়।
বেনাপোল কাস্টমসের (ডিসি) অনুপম চাকমা জানান, ভারত সরকারকে প্রধানমন্ত্রীর উপহারের আড়াই টনের কিছু বেশি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।
ভারতের পেট্রাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার অনীত জৈন বলেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধু। মৌসুমি ফল আম আর সংকটময় মুহূর্তে করোনা প্রতিরোধ সামগ্রী দিয়ে তার প্রমাণ রেখেছে। আগামীতে দুই দেশের মধ্যে এ সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রীর উপহারের এ আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। ভারতের পক্ষে ছিলেন, কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট প্রবীণ ঘটক, বিএসএফ সদস্যরা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের জন্য উপহারস্বরূপ এক ট্রাক হাঁড়িভাঙা আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপহার দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে মনে করছেন দুই দেশের প্রতিনিধিরা।
আজ রোববার বেলা ১টায় বেনাপোল বন্দর দিয়ে বন্দর ও কাস্টমসে আনুষ্ঠানিকতা শেষে এ উপহার পাঠানো হয় ভারতের পেট্রাপোল বন্দরে। এ সময় কলকাতা ডেপুটি হাইকমিশনে নিয়োজিত প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের আমগুলো গ্রহণ করে ভারতীয় প্রতিনিধির কাছে হস্তান্তর করেন।
এর আগে ভারতকে করোনা প্রতিরোধে পাঁচ ট্রাক চিকিৎসা সামগ্রী উপহার দেয় বাংলাদেশ সরকার। এ ছাড়া ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও প্রতিবছর পূজার সময় ভারতে বিপুল পরিমানে ইলিশ পাঠানো হয়।
বেনাপোল কাস্টমসের (ডিসি) অনুপম চাকমা জানান, ভারত সরকারকে প্রধানমন্ত্রীর উপহারের আড়াই টনের কিছু বেশি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়।
ভারতের পেট্রাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার অনীত জৈন বলেন, বাংলাদেশ ভারতের সবচেয়ে কাছের বন্ধু। মৌসুমি ফল আম আর সংকটময় মুহূর্তে করোনা প্রতিরোধ সামগ্রী দিয়ে তার প্রমাণ রেখেছে। আগামীতে দুই দেশের মধ্যে এ সম্পর্ক আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রীর উপহারের এ আম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। ভারতের পক্ষে ছিলেন, কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট প্রবীণ ঘটক, বিএসএফ সদস্যরা।
রূপালী ব্যাংকের প্রায় ৪৮৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডলি কন্সট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিনসহ ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (১১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার..
১৩ মিনিট আগেবাংলাদেশ থেকে কর্মী হিসেবে ইতালি যাওয়ার জন্য যেসব নাগরিক ঢাকায় দেশটির দূতাবাসে ভিসার আবেদন করেছেন, তাঁদের অনেকে জাল নথিপত্র জমা দেওয়ায় ভিসাপ্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে। তবে যাঁরা বৈধ কাগজপত্রে দেশটিতে কর্মী হিসেবে যেতে চান, তাঁদের ভিসাপ্রক্রিয়া দ্রুততর করতে পররাষ্ট্র মন্ত্রণালয়
১ ঘণ্টা আগেআফসার গ্রুপের চেয়ারম্যান সোমা নাসরিন ও রংধনু গ্রুপের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে রাজশাহী রেঞ্জের পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্লকের নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে