ফিচার ডেস্ক
মাথার ত্বকের মৃতকোষই হলো খুশকি। এর কারণে চুলের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, কেরাটিনোসাইট নামে পরিচিত নির্দিষ্ট ত্বকের কোষ খুশকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকরণ ও পরিমাণ
যেভাবে বানাবেন
একটি ছোট প্যানে সব উপকরণ দিন। অল্প আঁচে উপকরণগুলো নাড়তে থাকুন বাদামি রং হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে ঠান্ডা করে পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এ তরল মাথার ত্বক ও চুলে আলতো করে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা
গোলাপ বা নিমে অ্যালার্জি আছে কি না জানতে এ তেল মাথায় ব্যবহারের আগে ত্বকে অল্প ব্যবহার করে দেখতে হবে। চুলের ঘনত্বের ওপর ভিত্তি করে তেল মাথায় ব্যবহার করতে হবে, বেশি দেওয়া ঠিক হবে না। এই তেল চুলে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। ব্যবহারের পর ত্বকে লাল ভাব, চুলকানি বা চুল পড়া বাড়ার মতো সমস্যা দেখা দিলে এই তেল ব্যবহার বন্ধ করতে হবে।
মাথার ত্বকের মৃতকোষই হলো খুশকি। এর কারণে চুলের ক্ষতি হয়। বিশেষজ্ঞদের মতে, কেরাটিনোসাইট নামে পরিচিত নির্দিষ্ট ত্বকের কোষ খুশকির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উপকরণ ও পরিমাণ
যেভাবে বানাবেন
একটি ছোট প্যানে সব উপকরণ দিন। অল্প আঁচে উপকরণগুলো নাড়তে থাকুন বাদামি রং হওয়া পর্যন্ত। তারপর নামিয়ে ঠান্ডা করে পুরো মিশ্রণটি ছেঁকে নিয়ে একটি বায়ুরোধী পাত্রে রাখুন। এ তরল মাথার ত্বক ও চুলে আলতো করে তেল লাগিয়ে সারা রাত রেখে দিন। ভালো ফলের জন্য সপ্তাহে দুবার ব্যবহার করা যেতে পারে।
সতর্কতা
গোলাপ বা নিমে অ্যালার্জি আছে কি না জানতে এ তেল মাথায় ব্যবহারের আগে ত্বকে অল্প ব্যবহার করে দেখতে হবে। চুলের ঘনত্বের ওপর ভিত্তি করে তেল মাথায় ব্যবহার করতে হবে, বেশি দেওয়া ঠিক হবে না। এই তেল চুলে লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। ব্যবহারের পর ত্বকে লাল ভাব, চুলকানি বা চুল পড়া বাড়ার মতো সমস্যা দেখা দিলে এই তেল ব্যবহার বন্ধ করতে হবে।
কত টাকা সঞ্চয় করবেন, তা নির্ভর করে আপনি মাসিক কত টাকা আয় করেন, জীবনযাত্রা ও জরুরি খাতে কতটা ব্যয় হতে পারে, তার ওপর। সঞ্চয়ের ক্ষেত্রে ৫০/৩০/২০ নিয়ম অনুসরণ করা হয়। যেখানে আয়ের ৫০ শতাংশ আপনার প্রয়োজনের জন্য, ৩০ শতাংশ বিশেষ চাহিদার জন্য এবং ২০ শতাংশ সঞ্চয় ও বিনিয়োগের জন্য আলাদা করা যেতে পারে।
১ ঘণ্টা আগেপৃথিবীর প্রায় সবকিছু দিয়েই তৈরি করা যায় আচার। সবজি বা ফল তো আছেই, মাছ, মাংস বা ডিম দিয়েও আচার তৈরি হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আর আমাদের দেশে আম, আমড়াসহ বিভিন্ন টক ফল দিয়ে আচার তৈরি হয়। আর আছে লেবু। অনেকে লেবু দিয়ে তৈরি করে জারক। সেটাও দারুণ খাবার।
১৯ ঘণ্টা আগেবর্ষা মানেই সজীব প্রকৃতি আর পাহাড়ের গায়ে মেঘমালার খেলা। ঝিরি, ঝরনার প্রাণ ঝুম বৃষ্টি। গাছগাছালিও বৃষ্টির কারণে গাঢ় সবুজ হয়ে ওঠে। এ ছাড়া পাহাড়ি খালগুলো হয়ে ওঠে খরস্রোতা। এমন দিনেই অ্যাডভেঞ্চারের মজা পাওয়া যায় পরিপূর্ণ। আর অ্যাডভেঞ্চার মানেই বর্ষার পাহাড়, ঝরনা, ঝিরিপথে ট্রেকিং।
১ দিন আগেভুল খাবার খাওয়ার কারণে বিমানযাত্রা হয়ে উঠতে পারে অস্বস্তিকর; এমনকি হতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণও। উচ্চতার কারণে বাতাসের চাপ নিয়ন্ত্রিত হলেও রক্তে অক্সিজেন কমে যাওয়া এবং হজমে এনজাইমের কার্যকারিতা কমে যাওয়ার ঘটনা ঘটে। ফলে দেখা দিতে পারে গ্যাস, পেট ফোলা ও বমি বমি ভাব এবং হজমজনিত নানা সমস্যা।
১ দিন আগে