ফিচার ডেস্ক
হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।
পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।
পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।
কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।
হাত বা পায়ের আঙুলে নেইলপলিশ দেওয়া ফ্যাশনের দারুণ এক অনুষঙ্গ। কিন্তু মেনিকিউর বা পেডিকিউর করার পর নেইলপলিশ দেওয়ার পর বসে থাকা বিরক্তিকর। সময়সাপেক্ষ এ কাজের মধ্যে কোনো কারণে এটি নষ্ট হয়ে গেলে তা মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়।
এ জন্য দেখে নিতে পারেন চারটি টিপস।
পাতলা স্তর দিন
নখে নেইলপলিশের পুরু স্তর দেওয়া যাবে না। কোট যত পাতলা হবে, এটি তত দ্রুত শুকিয়ে যাবে। কোট দেওয়ার সময় ওভারল্যাপ এড়িয়ে চলতে হবে। বেশি পাতলা নেইলপলিশ হলে এক কোট দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পরের কোট দিতে হবে।
পানি ব্যবহার না করা
পলিশ সেট করতে ঠান্ডা পানি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। যদিও এর ব্যবহার একটি জনপ্রিয় মিথ। ঠান্ডা পানি পলিশের ওপরের স্তর শক্ত করে তোলে। তবে নিচের স্তরগুলো নরম থেকে যায়। তাই নখ সম্পূর্ণ শুকায় না। এর কারণে নখে দাগ পড়তে পারে।
হেয়ার ড্রায়ার ব্যবহার
ঠান্ডা সেটিংয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করে নেইলপলিশ দ্রুত শুকিয়ে নেওয়া সম্ভব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, বাতাস যেন এত বেশি না হয়, যার ফলে নেইলপলিশ নষ্ট হয়ে যায়।
কুইক ড্রাই ড্রপ
নেইলপলিশ দ্রুত শুকাতে কুইক ড্রাই ড্রপ বা স্প্রে ব্যবহার করা যেতে পারে। অনেক পারলারে এটি দ্রুত শুকানোর জন্য স্প্রে ব্যবহার করা হয়।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৭ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
১ দিন আগে