জীবনধারা ডেস্ক
ঈদের ছুটি কাটাতে বাড়ি গেলে বেশ কয়েক দিন তো থাকাই হয়। ফলে ব্যাগপত্র গুছিয়ে ঈদে বাড়ির পথে পা বাড়ানোর কিছু বিষয়ে খেয়াল রাখুন–
ধুলোবালি এড়াতে ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে
ঈদে শহর ছাড়ার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে রেখে যান। বেশি দিনের জন্য গেলে পুরোনো চাদর বা ওড়না দিয়ে আসবাব ঢেকে যান। বেসিন, স্নানঘর ও ঘরের কোণে ন্যাপথলিন রেখে যাওয়ার চেষ্টা করুন। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।
বৈদ্য়ুতিক সুইচ বন্ধ করুন
বাসা থেকে বের হওয়ার আগে লাইট ও ফ্যানের সুইচ বন্ধ করুন। কম্পিউটার ও টিভির মূল সুইচ বন্ধ করে দিন। মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করুন। অনেক সময় ফোনের চার্জারের প্লাগ লাগিয়ে সুইচ অন করে রাখা হয়। এ অভ্যাস থাকলে বাসা থেকে বের হওয়ার আগে দেখে নিন সুইচটি বন্ধ আছে কি না।
ফ্রিজ ও ময়লার ঝুড়ি খালি করুন
বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ময়লার ঝুড়ি যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ময়লার ঝুড়ি পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না। ফলের ঘরে গুমোটভাব তৈরি হয়।
গ্যাসের লাইন বন্ধ করুন
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এটা খুব জরুরি। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে।
বারান্দার গাছ ও পোষা প্রাণীর কথা মনে রাখুন
যাওয়ার আগে বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান, যাতে আপনার অনুপস্থিতিতেও এগুলো বেঁচে থাকে। পোষা প্রাণী থাকলে খালি বাসায় রেখে যাবেন না। সম্ভব হলে তাকে সঙ্গে করে নিয়ে চলুন অথবা পরিচিত কারও বাসায় রেখে যান।
ফ্ল্যাট বা বাড়ির নিরাপত্তা
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রতিটি ঘরের দরজা লক করে যাবেন। বারান্দার দরজা বন্ধ করেছেন কি না, ভালোভাবে দেখে বের হবেন। বাসার মূল দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না—সেটাও মাথায় রাখবেন।
ঈদের ছুটি কাটাতে বাড়ি গেলে বেশ কয়েক দিন তো থাকাই হয়। ফলে ব্যাগপত্র গুছিয়ে ঈদে বাড়ির পথে পা বাড়ানোর কিছু বিষয়ে খেয়াল রাখুন–
ধুলোবালি এড়াতে ও পোকামাকড়ের উপদ্রব থেকে বাঁচতে
ঈদে শহর ছাড়ার আগে ঘর ভালোমতো পরিষ্কার করে রেখে যান। বেশি দিনের জন্য গেলে পুরোনো চাদর বা ওড়না দিয়ে আসবাব ঢেকে যান। বেসিন, স্নানঘর ও ঘরের কোণে ন্যাপথলিন রেখে যাওয়ার চেষ্টা করুন। এতে ছুটি শেষ করে ফিরে অস্বস্তিকর গন্ধ বা পোকামাকড়ের পাল্লায় পড়তে হবে না।
বৈদ্য়ুতিক সুইচ বন্ধ করুন
বাসা থেকে বের হওয়ার আগে লাইট ও ফ্যানের সুইচ বন্ধ করুন। কম্পিউটার ও টিভির মূল সুইচ বন্ধ করে দিন। মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ফ্রিজ ইত্যাদির প্লাগ খুলে রাখার চেষ্টা করুন। অনেক সময় ফোনের চার্জারের প্লাগ লাগিয়ে সুইচ অন করে রাখা হয়। এ অভ্যাস থাকলে বাসা থেকে বের হওয়ার আগে দেখে নিন সুইচটি বন্ধ আছে কি না।
ফ্রিজ ও ময়লার ঝুড়ি খালি করুন
বাড়ি যাওয়ার আগে ফ্রিজ ও ময়লার ঝুড়ি যথাসম্ভব খালি রাখার চেষ্টা করুন। নইলে দীর্ঘ ছুটি শেষে বাড়ি ফিরে দেখা যায়, ফ্রিজে থাকা খাবার নষ্ট হয়ে গেছে। অন্যদিকে ময়লার ঝুড়ি পরিষ্কার না করা হলে ময়লা জমে ঘরে দুর্গন্ধের সৃষ্টি হয়। ঘর বন্ধ থাকায় দুর্গন্ধ বেরও হতে পারে না। ফলের ঘরে গুমোটভাব তৈরি হয়।
গ্যাসের লাইন বন্ধ করুন
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন বন্ধ করে বের হবেন। এটা খুব জরুরি। এমনকি বাড়ি থেকে ফিরে এসে চুলা জ্বালানোর আগে বাসার দরজা-জানালা খুলে দিন। এতে বাসার ভেতরে গ্যাস জমে থাকলেও বের হয়ে যাবে।
বারান্দার গাছ ও পোষা প্রাণীর কথা মনে রাখুন
যাওয়ার আগে বাড়ির গাছগুলোতে পর্যাপ্ত পানি দিয়ে যান, যাতে আপনার অনুপস্থিতিতেও এগুলো বেঁচে থাকে। পোষা প্রাণী থাকলে খালি বাসায় রেখে যাবেন না। সম্ভব হলে তাকে সঙ্গে করে নিয়ে চলুন অথবা পরিচিত কারও বাসায় রেখে যান।
ফ্ল্যাট বা বাড়ির নিরাপত্তা
বাড়ি যাওয়ার আগে দরজা-জানালা ঠিকঠাক বন্ধ করেছেন কি না, খেয়াল করুন। প্রতিটি ঘরের দরজা লক করে যাবেন। বারান্দার দরজা বন্ধ করেছেন কি না, ভালোভাবে দেখে বের হবেন। বাসার মূল দরজায় তালা ঠিকভাবে লাগানো হয়েছে কি না—সেটাও মাথায় রাখবেন।
কফি পানকারীদের যকৃতের রোগ, যেমন লিভার ক্যানসার, ফাইব্রোসিস অর্থাৎ যকৃতে দাগ বা ক্ষত টিস্যু ও নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার অর্থাৎ যকৃতে চর্বি জমার আশঙ্কা কম। ফাইব্রোসিসের একটি গুরুতর পর্যায় সিরোসিস। এই পর্যায়ে যকৃৎ আর সঠিকভাবে কাজ করে না। এমন জটিল রোগেরও ঝুঁকি কমায় কফি।
১ ঘণ্টা আগেআপেল কেটে রাখলে কেন কালো হয়ে যায়? কিংবা পনিরে কেন ফুটো থাকে? খাবার নিয়ে এমন হাজারো প্রশ্ন ঘুরতে থাকে আমাদের মনে। খাবার আর পানীয়র রহস্য উদ্ঘাটনের চেয়ে মজার আর কী হতে পারে? দিনের পর দিন যে প্রশ্নগুলো আমাদের মনে ঘুরপাক খায়, তার উত্তরগুলো যখন বিজ্ঞান আর রান্নাঘরের ইতিহাস থেকে বেরিয়ে আসে, বিষয়টি আসল
৩ ঘণ্টা আগেমিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৫-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে এ বছরের খেতাবপ্রাপ্ত বিজয়ী জেসিয়া ইসলামকে মুকুট পরানোর মধ্য দিয়ে। আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর মহাখালী ডিওএইচএসে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১৫ ঘণ্টা আগেবন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি
১৮ ঘণ্টা আগে