Ajker Patrika

বুফেতে গিয়ে যেভাবে টাকা উশুল করবেন

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১: ০৫
কিছু প্রয়োজন হলে দ্বিতীয়বার চেয়ে নিতে সংকোচ করবেন না। কিন্তু অনেক খাবার নিয়ে তা নষ্ট করবেন না। ছবি: এআই দিয়ে তৈরি কোলাজ
কিছু প্রয়োজন হলে দ্বিতীয়বার চেয়ে নিতে সংকোচ করবেন না। কিন্তু অনেক খাবার নিয়ে তা নষ্ট করবেন না। ছবি: এআই দিয়ে তৈরি কোলাজ

বন্ধু বা পরিবারের সঙ্গে কোনো বুফে রেস্টুরেন্টে ঢুকলেন। চোখের সামনে লম্বা টেবিলে সাজানো খাবার, নানান রঙের সালাদ, গরম ধোঁয়া ওঠা মাংস, মিষ্টি, ফল। খাবারের ঘ্রাণ যেন আপনাকে কাছে টানছে। কিন্তু দেখা যায়, অনেকে অল্প কিছু খেয়েই পেট ভরিয়ে ফেলেন। এত আশা করে বুফে খেতে যাওয়া যেন জলে গেল। এমনটা হতেই পারে, যদি আপনি কৌশল না জেনে বুফেতে চলে যান।

রেস্টুরেন্টের গোপন কৌশল

বুফের খরচ বাঁচানোর প্রথম কৌশল হলো কর্মচারী কমানো। এখানে আপনাকেই খাবার নিতে হয়, প্লেট সাজাতে হয়। রান্নাঘরে একসঙ্গে বড় বড় হাঁড়িতে রান্না হয় খাবার। সেগুলো আলাদা করে অর্ডারের ঝামেলাও নেই। এরপর আসে উপকরণ কেনার কৌশল। রেস্টুরেন্টগুলো প্রচুর চাল, নুডলস, সস্তা মাংস কিনে আনে। খেয়াল করলে দেখবেন, এসব খাবারই সারি সারি সাজানো থাকে প্রথমে। ভাত বা নুডলসের জন্য চামচ হবে বড়, কিন্তু দামি স্যামন বা বিফের জন্য ছোট চামচ। ফলে আপনি না ভেবেই প্লেট ভরে ফেলবেন ভাত বা নুডলসে।

আরেকটা সূক্ষ্ম বিষয় খেয়াল করলে দেখবেন রেস্তোরাঁয় দামি খাবারের স্বল্পতা। সেগুলো অনেক সময় লাইভ তৈরি করে দেয়। চাইলে আপনি আবার লাইনে দাঁড়িয়ে নিতে পারেন। কিন্তু বেশির ভাগ মানুষ সেটা ঝামেলা মনে করেন।

তা ছাড়া অনেক জায়গায় সময়সীমাও বেঁধে দেওয়া থাকে। ৯০ মিনিট বা সর্বোচ্চ দুই ঘণ্টা। যুক্তি দেওয়া হয়, যেন অন্য গ্রাহকও জায়গা পায়। কিন্তু আসল উদ্দেশ্য হলো আপনাকে সীমিত সময় দেওয়া; বিশেষ করে কোরিয়ান বারবিকিউ ধরনের বুফেতে। সেখানে নিজেই মাংস গ্রিল করতে হয়। রান্নার সময়েই নির্ধারিত মিনিট ফুরিয়ে যায়।

কারা বেশি খায়, কারা কম

রেস্টুরেন্টগুলো গ্রাহকদের তিন ভাগে হিসাব করে। প্রথম দল একটু একটু করে সবকিছু খায়, দ্বিতীয় দল শুধু ভাত-নুডলসে পেট ভরায়, আর তৃতীয় দল পুরো মনোযোগ দেয় দামি খাবারে। এখন যদি ধরা হয় একেকজনের জন্য বুফের দাম ৪০ ডলার, তবে প্রথমজন খাবে প্রায় ৩৩ ডলারের খাবার, দ্বিতীয়জন খাবে ১৬ ডলারের, আর তৃতীয়জন হয়তো ৪৭ ডলার পর্যন্ত খাবে। তবু রেস্টুরেন্ট লাভে থাকে। কারণ, প্রথম ও দ্বিতীয়জনের মাধ্যমে তারা সহজে ঘাটতি পুষিয়ে ফেলে।

তাহলে আপনার কৌশল কী হবে

যদি আপনি চান পুরো টাকা উশুল করতে, তাহলে একটু ভিন্নভাবে ভাবতে হবে।

  • খালি পেটে খাবারে ঝাঁপিয়ে পড়বেন না। বুফেতে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে নিন, যাতে শরীর প্রস্তুত থাকে। খাওয়ার আগে সামান্য পানি পান করলেও ভালো, তবে অতিরিক্ত নয়।
  • পোশাকের দিকেও নজর দিন। টাইট পোশাক নয়, ঢিলেঢালা জামাকাপড় পরুন। এতে খেতে সুবিধা হবে।
  • খাওয়া শুরু করার সময় চোখ বন্ধ করে ভাত-নুডলসের দিকে যাবেন না। প্রথমে দামি মাছ-মাংস, সি-ফুড বা অ্যাপেটাইজার দিয়ে শুরু করুন। এরপর ধীরে ধীরে অন্য খাবার ট্রাই করুন।
  • খাওয়ার গতি কম রাখুন। আস্তে খেলে হজম ভালো হয়, আর বেশি খাওয়া হয়। অনেক সময় আমরা তাড়াহুড়োয় দ্রুত পেট ভরিয়ে ফেলি।
  • আরেকটা বিষয় বিবেচনায় রাখবেন। কিছু প্রয়োজন হলে দ্বিতীয়বার চেয়ে নিতে সংকোচ করবেন না। মনে রাখবেন, টাকা আপনি দিয়েছেন।
  • সব শেষে সামান্য হলেও প্লেটে সবজি রাখুন। এটি হজমে সাহায্য করবে। ফল খেতে চাইলে বেছে নিন দামি ফল।

বুফে রেস্টুরেন্টে যাওয়ার আগে খাওয়ার কৌশল আয়ত্ত করতে হয়। সঠিক কৌশল আয়ত্ত করে বুফেতে গিয়ে খেয়ে তৃপ্ত হতে পারবেন। তাতে টাকাও উশুল হবে। তবে মনে রাখতে হবে, খাওয়ার প্রস্তুতির আগে আপনার শারীরিক অবস্থা ঠিক আছে কি না বুঝে নিন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা হৃদ্‌রোগ থাকলে খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। এটাও মনে রাখবেন, টাকা উশুলের চেয়ে আপনার স্বাস্থ্য ঠিক থাকা বেশি জরুরি।

সূত্র: ভিএন এক্সপ্রেস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ