ফিচার ডেস্ক
প্রতিবছরের জন্য নির্দিষ্ট রং নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যানটোন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের রং হিসেবে নির্ধারণ করেছে মোকা মউজ। কোকো, চকলেট আর কফির রং থেকে অনুপ্রাণিত হয়ে রংটি বেছে নেওয়া হয়েছে আগামী বছরের জন্য। মোকা মউজ রংটির মধ্যে নরম, উষ্ণ ও আবেদনময়ী আভা আছে। এই রং আধুনিক বিলাসপণ্যের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিখুঁত মিশ্রণ তৈরি করে।
ফ্যাশন, ডিজাইন বা লাইফস্টাইল—সবখানেই মোকা মউজ আনন্দ উপভোগের রং হবে। এই রং দেবে আরাম ও গ্ল্যামার।
এক বিজ্ঞপ্তিতে প্যানটোন কালার ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট লউড়ি প্রিসম্যান এই ক্রিমি নিউট্রাল রঙের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেছেন। এ রংকে তিনি একবাক্যে ‘ভাবনামগ্ন তৃপ্তির স্তর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, এই রং সূক্ষ্ম ও রুচিশীল আকর্ষণ উপস্থাপন করবে।
ফ্যাশনে মোকা মউজ
মোকা মউজ একটি চটকদার ও ক্ল্যাসিক লুক তৈরি করে বলে ধারণা করছেন ফ্যাশনসংশ্লিষ্টরা। এই রঙের একটি সোয়েটার আরামদায়ক ও স্টাইলিশ লুক দিতে পারে। অন্যদিকে মোকা রঙের একটি স্কার্ফ বা হ্যান্ডব্যাগের মতো অ্যাকসেসরিজ যেকোনো আউটফিটকে হালকা ও পরিপাটি করতে পারে।
ইন্টেরিয়র ডিজাইনে
গৃহসজ্জা কিংবা যেকোনো ইন্টেরিয়র সজ্জায় মোকা মউজ আমন্ত্রণমূলক ও হালকা, কিন্তু আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে। এ রং যদি দেয়াল, আসবাব বা এক্সেন্ট পিস হিসেবে ব্যবহার করা হয়, তবে এটি একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। এটি নরম সাদা, প্রাকৃতিক সবুজ বা উজ্জ্বল সোনালি রঙের সঙ্গে মিশে ছন্দময় এবং শান্তিপূর্ণ আবহ তৈরি করতে পারে।
সাজসজ্জা
বিউটি ইন্ডাস্ট্রিতে মোকা মউজ বেশি আলোচনায় আসে মেকআপের ক্ষেত্রে। এটি চোখের শ্যাডো, লিপস্টিক ও ব্লাশের জন্য একটি চমৎকার রং হতে পারে; যা চেহারায় প্রাকৃতিক ও উষ্ণ আভা তৈরি করে। নখের জন্য মোকা মউজ শান্ত, কিন্তু স্টাইলিশ শেড তৈরি করবে। এটি যেকোনো উপলক্ষের জন্য উপযুক্ত।
সূত্র: পিংক ভিলা
প্রতিবছরের জন্য নির্দিষ্ট রং নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান প্যানটোন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের রং হিসেবে নির্ধারণ করেছে মোকা মউজ। কোকো, চকলেট আর কফির রং থেকে অনুপ্রাণিত হয়ে রংটি বেছে নেওয়া হয়েছে আগামী বছরের জন্য। মোকা মউজ রংটির মধ্যে নরম, উষ্ণ ও আবেদনময়ী আভা আছে। এই রং আধুনিক বিলাসপণ্যের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের একটি নিখুঁত মিশ্রণ তৈরি করে।
ফ্যাশন, ডিজাইন বা লাইফস্টাইল—সবখানেই মোকা মউজ আনন্দ উপভোগের রং হবে। এই রং দেবে আরাম ও গ্ল্যামার।
এক বিজ্ঞপ্তিতে প্যানটোন কালার ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট লউড়ি প্রিসম্যান এই ক্রিমি নিউট্রাল রঙের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেছেন। এ রংকে তিনি একবাক্যে ‘ভাবনামগ্ন তৃপ্তির স্তর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, এই রং সূক্ষ্ম ও রুচিশীল আকর্ষণ উপস্থাপন করবে।
ফ্যাশনে মোকা মউজ
মোকা মউজ একটি চটকদার ও ক্ল্যাসিক লুক তৈরি করে বলে ধারণা করছেন ফ্যাশনসংশ্লিষ্টরা। এই রঙের একটি সোয়েটার আরামদায়ক ও স্টাইলিশ লুক দিতে পারে। অন্যদিকে মোকা রঙের একটি স্কার্ফ বা হ্যান্ডব্যাগের মতো অ্যাকসেসরিজ যেকোনো আউটফিটকে হালকা ও পরিপাটি করতে পারে।
ইন্টেরিয়র ডিজাইনে
গৃহসজ্জা কিংবা যেকোনো ইন্টেরিয়র সজ্জায় মোকা মউজ আমন্ত্রণমূলক ও হালকা, কিন্তু আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে। এ রং যদি দেয়াল, আসবাব বা এক্সেন্ট পিস হিসেবে ব্যবহার করা হয়, তবে এটি একটি আরামদায়ক পরিবেশ সৃষ্টি করে। এটি নরম সাদা, প্রাকৃতিক সবুজ বা উজ্জ্বল সোনালি রঙের সঙ্গে মিশে ছন্দময় এবং শান্তিপূর্ণ আবহ তৈরি করতে পারে।
সাজসজ্জা
বিউটি ইন্ডাস্ট্রিতে মোকা মউজ বেশি আলোচনায় আসে মেকআপের ক্ষেত্রে। এটি চোখের শ্যাডো, লিপস্টিক ও ব্লাশের জন্য একটি চমৎকার রং হতে পারে; যা চেহারায় প্রাকৃতিক ও উষ্ণ আভা তৈরি করে। নখের জন্য মোকা মউজ শান্ত, কিন্তু স্টাইলিশ শেড তৈরি করবে। এটি যেকোনো উপলক্ষের জন্য উপযুক্ত।
সূত্র: পিংক ভিলা
থাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
৮ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
৮ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
৯ ঘণ্টা আগেদুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৪ ঘণ্টা আগে