ফিচার ডেস্ক
শীত এসে গেছে। ফ্যাশন-সচেতন মানুষের জন্য নতুন পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। ফ্যাশন হাউসটির শীতের পোশাক কেনা যাবে ৫০০ থেকে ৩ হাজার টাকায়।
সারার শীতকালীন কালেকশনে এবারের থিম ‘অভিযান’। আরামদায়ক এবং উষ্ণ কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এ পোশাকগুলো। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ে তৈরি করা হয়েছে শীতের এসব পোশাক। সব বয়সী ক্রেতাদের জন্যই পোশাক তৈরি করে সারা। এই শীতের কালেকশনও ব্যতিক্রম নয়। শীতকালীন পোশাকের এই আয়োজনে হালকা ও ভারী—দুই ধরনের পোশাকই পাওয়া যাবে ফ্যাশন হাউসটির সব আউটলেটসহ ই-কমার্সে।
শীতের এই কালেকশনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। একই সঙ্গে নারীদের জন্য বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি-শার্ট পাওয়া যাবে। ছেলেশিশুদের জন্য থাকছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, শার্ট-প্যান্ট সেট এবং ফুলস্লিভ টি-শার্ট। মেয়েশিশুদের জন্যও একই সঙ্গে রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম টপস এবং ডেনিম কুর্তি।
এই শীতে উষ্ণ থাকতে আপনার পছন্দের পোশাক এখনই বেছে নিতে পারেন সারা লাইফস্টাইল থেকে।
শীত এসে গেছে। ফ্যাশন-সচেতন মানুষের জন্য নতুন পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। ফ্যাশন হাউসটির শীতের পোশাক কেনা যাবে ৫০০ থেকে ৩ হাজার টাকায়।
সারার শীতকালীন কালেকশনে এবারের থিম ‘অভিযান’। আরামদায়ক এবং উষ্ণ কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এ পোশাকগুলো। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ে তৈরি করা হয়েছে শীতের এসব পোশাক। সব বয়সী ক্রেতাদের জন্যই পোশাক তৈরি করে সারা। এই শীতের কালেকশনও ব্যতিক্রম নয়। শীতকালীন পোশাকের এই আয়োজনে হালকা ও ভারী—দুই ধরনের পোশাকই পাওয়া যাবে ফ্যাশন হাউসটির সব আউটলেটসহ ই-কমার্সে।
শীতের এই কালেকশনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। একই সঙ্গে নারীদের জন্য বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি-শার্ট পাওয়া যাবে। ছেলেশিশুদের জন্য থাকছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, শার্ট-প্যান্ট সেট এবং ফুলস্লিভ টি-শার্ট। মেয়েশিশুদের জন্যও একই সঙ্গে রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম টপস এবং ডেনিম কুর্তি।
এই শীতে উষ্ণ থাকতে আপনার পছন্দের পোশাক এখনই বেছে নিতে পারেন সারা লাইফস্টাইল থেকে।
‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
৩৮ মিনিট আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২ ঘণ্টা আগেত্বকের বিশেষ যত্নে হোক বা না হোক, কমবেশি সবাই রোজ ত্বকে দুই বেলা ব্যবহার করেন, এমন একটি প্রসাধনী হচ্ছে ফেসওয়াশ। সাধারণত এটি খুব ভেবেচিন্তে বা বিশেষজ্ঞের পরামর্শ না মেনে পছন্দ হলেই কিনে ফেলি। কিন্তু কাজ হয় কি না, সেদিকে অনেক সময় খেয়ালও করি না। কিন্তু নালিশ করেই যাই, অমুক ব্র্যান্ডের ফেসওয়াশ...
১১ ঘণ্টা আগেকফি পান করতে গিয়ে জামাকাপড়ে পড়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। কখনোবা অসাবধানতাবশত কার্পেট বা মেঝেতেও পড়ে যায়। কফির দাগ তুলতে বেগ পেতে হয়। সঠিক নিয়ম জানা থাকলে কঠিন দাগ নিমেষে দূর করা সম্ভব।
১২ ঘণ্টা আগে