ফিচার ডেস্ক
শীত এসে গেছে। ফ্যাশন-সচেতন মানুষের জন্য নতুন পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। ফ্যাশন হাউসটির শীতের পোশাক কেনা যাবে ৫০০ থেকে ৩ হাজার টাকায়।
সারার শীতকালীন কালেকশনে এবারের থিম ‘অভিযান’। আরামদায়ক এবং উষ্ণ কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এ পোশাকগুলো। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ে তৈরি করা হয়েছে শীতের এসব পোশাক। সব বয়সী ক্রেতাদের জন্যই পোশাক তৈরি করে সারা। এই শীতের কালেকশনও ব্যতিক্রম নয়। শীতকালীন পোশাকের এই আয়োজনে হালকা ও ভারী—দুই ধরনের পোশাকই পাওয়া যাবে ফ্যাশন হাউসটির সব আউটলেটসহ ই-কমার্সে।
শীতের এই কালেকশনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। একই সঙ্গে নারীদের জন্য বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি-শার্ট পাওয়া যাবে। ছেলেশিশুদের জন্য থাকছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, শার্ট-প্যান্ট সেট এবং ফুলস্লিভ টি-শার্ট। মেয়েশিশুদের জন্যও একই সঙ্গে রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম টপস এবং ডেনিম কুর্তি।
এই শীতে উষ্ণ থাকতে আপনার পছন্দের পোশাক এখনই বেছে নিতে পারেন সারা লাইফস্টাইল থেকে।
শীত এসে গেছে। ফ্যাশন-সচেতন মানুষের জন্য নতুন পোশাক নিয়ে এসেছে লাইফস্টাইল ব্র্যান্ড সারা। ফ্যাশন হাউসটির শীতের পোশাক কেনা যাবে ৫০০ থেকে ৩ হাজার টাকায়।
সারার শীতকালীন কালেকশনে এবারের থিম ‘অভিযান’। আরামদায়ক এবং উষ্ণ কাপড়ের সঙ্গে কালো, নেভি ব্লু, লাল, মেরুন, ধূসর ও বাদামি রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে এ পোশাকগুলো। সিনথেটিক, ব্লেন্ডেড, টেনসিল, সুতি ও ডেনিম কাপড়ে তৈরি করা হয়েছে শীতের এসব পোশাক। সব বয়সী ক্রেতাদের জন্যই পোশাক তৈরি করে সারা। এই শীতের কালেকশনও ব্যতিক্রম নয়। শীতকালীন পোশাকের এই আয়োজনে হালকা ও ভারী—দুই ধরনের পোশাকই পাওয়া যাবে ফ্যাশন হাউসটির সব আউটলেটসহ ই-কমার্সে।
শীতের এই কালেকশনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, স্যুট সেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ক্যাজুয়াল শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, জগার্স ও শাল। একই সঙ্গে নারীদের জন্য বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম কুর্তি, ডেনিম টপস, শাল ও হুডি টি-শার্ট পাওয়া যাবে। ছেলেশিশুদের জন্য থাকছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, শার্ট-প্যান্ট সেট এবং ফুলস্লিভ টি-শার্ট। মেয়েশিশুদের জন্যও একই সঙ্গে রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভ টি-শার্ট, ডেনিম টপস এবং ডেনিম কুর্তি।
এই শীতে উষ্ণ থাকতে আপনার পছন্দের পোশাক এখনই বেছে নিতে পারেন সারা লাইফস্টাইল থেকে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
৮ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১১ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে