শারমিন কচি
ইরাকি বংশোদ্ভূত আমেরিকান মেকআপশিল্পী ও হুদা বিউটির প্রতিষ্ঠাতা হুদা কাত্তানের উদ্যোগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে লিপস্টিক দিবসের প্রচলন হয়। দিনটি ছিল ২৯ জুলাই। সেই সূত্রে আজ লিপস্টিক দিবস, লিপস্টিকের দিন। বিশ্বজুড়ে ৫০ থেকে ৫৫ শতাংশ নারী নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন—এটিই এর শক্তির জায়গা।
এখানেই শেষ নয়, দিনের রঙের সঙ্গে বদলায় ঠোঁটের রংও। দিনের বেলা হালকা আর রাতের অনুষ্ঠানে জমকালো সাজে গাঢ় শেডের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বের হওয়াটাই যেন এখনকার ফ্যাশন ট্রেন্ড।
তবে বর্তমানে লিপস্টিকের ধরন ও ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আগে এর হালকা রংগুলো প্রায় একই রকমের ছিল। নব্বইয়ের দশকেও দিনের বেলায় লিপস্টিক লাগানোর জন্য ঠোঁটের আউটলাইন করতে হালকা রঙের পেনসিল ব্যবহার করা হতো। এর সঙ্গে মানানসই লিপস্টিক অল্প করে দিয়ে আঙুল চেপে চেপে পুরো ঠোঁটে লাগিয়ে নেওয়া হতো। এখন আর সে দিন নেই।
কয়েক বছর আগেও ন্যুড লিপস্টিকের দাপট ছিল। ন্য়ুড বলতে ত্বকের প্রাকৃতিক পাঁচ রঙের শেড। কিন্তু এখন লিপস্টিকের রং আরও সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন রকম গাঢ় রঙের লিপকালারের ন্যুড শেডও বের হয়েছে। যেমন গাঢ় লাল রঙের লিপস্টিকের একটি লাইট শেড একেবারে হালকা কমলা রঙের মতো দেখতে। এভাবে বাদামি, বেগুনি, গোলাপি— সব রঙেরই ন্য়ুড শেড পাওয়া যায়। কোনো কোনো ব্র্যান্ড একই প্যাকেটে গাঢ় এবং একই রঙের ন্যুড শেড নিয়েও হাজির হচ্ছে।
শুরুর কথায় আবার ফিরে আসি। ওই যে রাত ছাড়া গাঢ় রং ঠোঁটে ব্যবহার করা যাবে না, এই মতবাদ থেকেও আমরা সরে এসেছি। এখন দেখা যায়, পোশাকের রঙের বিপরীত রঙের লিপস্টিক ব্যবহার করা হচ্ছে ঠোঁটে। পোশাকের রং গাঢ় হলে ঠোঁটের রং হিসেবে ন্যুড শেড বেছে নেওয়া হয়, সেটা দিন-রাত যখনই হোক না কেন।
আবার লিপস্টিকের রং ব্যক্তির পছন্দের ওপরও নির্ভর করে। যেমন কাউকে লাল রঙের লিপস্টিকে মানায়। কিন্তু ওই রঙের লিপস্টিক পরে তিনি নিজেই স্বস্তি পান না। সে ক্ষেত্রে রংটি তাঁর জন্য উপযুক্ত নয়।
কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়ও এখন নিজস্ব আরামবোধ ও স্বচ্ছন্দকে প্রাধান্য দিচ্ছেন ফ্যাশনসচেতন নারীরা। রাতের অনুষ্ঠানে ঠোঁটে একটু গাঢ় শেডের লিপস্টিকই ব্যবহার করা হয় সাধারণত। সে ক্ষেত্রে শিমার ব্যবহার করবেন কি না, তা আপনার রুচির ওপর নির্ভর করছে।
এখন ম্যাট লিপস্টিক ব্যবহারের দিকে ঝুঁকছেন তরুণীরা। এই লিপস্টিকের সুবিধাও রয়েছে। একবার ঠোঁটে বুলিয়ে নিলে সারা দিন আর ভাবতে হয় না। কিন্তু এই লিপস্টিক রোজ ব্যবহারের ফলে ঠোঁটে একটা কালচে ভাব চলে আসে। সে জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্নও নিতে হবে।
লিপস্টিক লাগানোর প্রস্তুতি
ঠোঁট সুন্দর দেখানোর জন্য শুধু লিপস্টিক দিলেই হয় না, সেটা সঠিকভাবে দেওয়ার পদ্ধতিও জানতে হয়। প্রতিবার বাইরে যাওয়ার আগে সময় নিয়ে ঠোঁট রাঙানো সম্ভব না-ও হতে পারে।
যা করবেন
ঠোঁটের যত্নে
লেখক: রূপবিশেষজ্ঞ, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বধীকারী
ইরাকি বংশোদ্ভূত আমেরিকান মেকআপশিল্পী ও হুদা বিউটির প্রতিষ্ঠাতা হুদা কাত্তানের উদ্যোগে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে লিপস্টিক দিবসের প্রচলন হয়। দিনটি ছিল ২৯ জুলাই। সেই সূত্রে আজ লিপস্টিক দিবস, লিপস্টিকের দিন। বিশ্বজুড়ে ৫০ থেকে ৫৫ শতাংশ নারী নিয়মিত লিপস্টিক ব্যবহার করেন—এটিই এর শক্তির জায়গা।
এখানেই শেষ নয়, দিনের রঙের সঙ্গে বদলায় ঠোঁটের রংও। দিনের বেলা হালকা আর রাতের অনুষ্ঠানে জমকালো সাজে গাঢ় শেডের লিপস্টিক ঠোঁটে বুলিয়ে বের হওয়াটাই যেন এখনকার ফ্যাশন ট্রেন্ড।
তবে বর্তমানে লিপস্টিকের ধরন ও ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। আগে এর হালকা রংগুলো প্রায় একই রকমের ছিল। নব্বইয়ের দশকেও দিনের বেলায় লিপস্টিক লাগানোর জন্য ঠোঁটের আউটলাইন করতে হালকা রঙের পেনসিল ব্যবহার করা হতো। এর সঙ্গে মানানসই লিপস্টিক অল্প করে দিয়ে আঙুল চেপে চেপে পুরো ঠোঁটে লাগিয়ে নেওয়া হতো। এখন আর সে দিন নেই।
কয়েক বছর আগেও ন্যুড লিপস্টিকের দাপট ছিল। ন্য়ুড বলতে ত্বকের প্রাকৃতিক পাঁচ রঙের শেড। কিন্তু এখন লিপস্টিকের রং আরও সমৃদ্ধ হয়েছে। বিভিন্ন রকম গাঢ় রঙের লিপকালারের ন্যুড শেডও বের হয়েছে। যেমন গাঢ় লাল রঙের লিপস্টিকের একটি লাইট শেড একেবারে হালকা কমলা রঙের মতো দেখতে। এভাবে বাদামি, বেগুনি, গোলাপি— সব রঙেরই ন্য়ুড শেড পাওয়া যায়। কোনো কোনো ব্র্যান্ড একই প্যাকেটে গাঢ় এবং একই রঙের ন্যুড শেড নিয়েও হাজির হচ্ছে।
শুরুর কথায় আবার ফিরে আসি। ওই যে রাত ছাড়া গাঢ় রং ঠোঁটে ব্যবহার করা যাবে না, এই মতবাদ থেকেও আমরা সরে এসেছি। এখন দেখা যায়, পোশাকের রঙের বিপরীত রঙের লিপস্টিক ব্যবহার করা হচ্ছে ঠোঁটে। পোশাকের রং গাঢ় হলে ঠোঁটের রং হিসেবে ন্যুড শেড বেছে নেওয়া হয়, সেটা দিন-রাত যখনই হোক না কেন।
আবার লিপস্টিকের রং ব্যক্তির পছন্দের ওপরও নির্ভর করে। যেমন কাউকে লাল রঙের লিপস্টিকে মানায়। কিন্তু ওই রঙের লিপস্টিক পরে তিনি নিজেই স্বস্তি পান না। সে ক্ষেত্রে রংটি তাঁর জন্য উপযুক্ত নয়।
কোনো অনুষ্ঠানে যাওয়ার সময়ও এখন নিজস্ব আরামবোধ ও স্বচ্ছন্দকে প্রাধান্য দিচ্ছেন ফ্যাশনসচেতন নারীরা। রাতের অনুষ্ঠানে ঠোঁটে একটু গাঢ় শেডের লিপস্টিকই ব্যবহার করা হয় সাধারণত। সে ক্ষেত্রে শিমার ব্যবহার করবেন কি না, তা আপনার রুচির ওপর নির্ভর করছে।
এখন ম্যাট লিপস্টিক ব্যবহারের দিকে ঝুঁকছেন তরুণীরা। এই লিপস্টিকের সুবিধাও রয়েছে। একবার ঠোঁটে বুলিয়ে নিলে সারা দিন আর ভাবতে হয় না। কিন্তু এই লিপস্টিক রোজ ব্যবহারের ফলে ঠোঁটে একটা কালচে ভাব চলে আসে। সে জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্নও নিতে হবে।
লিপস্টিক লাগানোর প্রস্তুতি
ঠোঁট সুন্দর দেখানোর জন্য শুধু লিপস্টিক দিলেই হয় না, সেটা সঠিকভাবে দেওয়ার পদ্ধতিও জানতে হয়। প্রতিবার বাইরে যাওয়ার আগে সময় নিয়ে ঠোঁট রাঙানো সম্ভব না-ও হতে পারে।
যা করবেন
ঠোঁটের যত্নে
লেখক: রূপবিশেষজ্ঞ, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বধীকারী
রান্নায় চিনি ব্যবহারে খাবারের রঙ ও স্বাদ দুটোই বাড়ে। বিশ্বাস না হলে গরুর মাংসে চিনি ব্যবহার করেই দেখুন। তবে শুধু চিনি ব্যবহার করলেই হবে না, কীভাবে রান্না করছেন তার ওপরও নির্ভর করবে স্বাদ কেমন হবে।
৪ ঘণ্টা আগেশ্রাবণের শেষেই যদি থাকে রোদের এত তাপ, তাহলে আসছে শরতে কী হবে, বোঝাই যাচ্ছে। সকালে স্নান সেরে সেজেগুজে বের হয়েও নিস্তার নেই। আধা ঘণ্টার মধ্য়ে ঘেমে-নেয়ে নাজেহাল। রোদের তাপে ত্বকের অবস্থা খারাপ। ব্রণ হওয়ার প্রবণতাও এ ঋতুতে বেড়ে যায়। এ সময় ত্বক ঠান্ডা রাখতে পারলে ব্রণ ও র্যাশ হওয়ার আশঙ্কা কমে...
৮ ঘণ্টা আগে‘ভাবো, ভাবা প্র্যাকটিস করো’। ঋত্বিক ঘটকের এই কথা শোনেনি, এমন মানুষ কি আছে। কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে এই উক্তি আমরা বহুবার শুনেছি। খুব ইতিবাচক কথা নিঃসন্দেহে। তবে এই ‘ভাবা’ বা ‘ভাবনা’ কিংবা ‘চিন্তা’ শব্দটির উল্টো দিকে আছে ‘দুর্ভাবনা’ শব্দটি।
২০ ঘণ্টা আগেরোমকূপে ত্বক নষ্ট! সেই সঙ্গে নষ্ট শান্তি। বহু কিছু করেও বাগে আনা যাচ্ছে না সেগুলো; বরং ধীরে ধীরে সংখ্যা বেড়ে চলেছে। একটু ধৈর্য ধরে বসুন। এরও প্রতিকার আছে। ঘরোয়া উপায়ে ধীরে ধীরে পোরস বা রোমকূপ বড় হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যেতে পারে।
২১ ঘণ্টা আগে