ফিচার ডেস্ক
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
হাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে।
ময়শ্চারাইজার
শীতকালে প্রবাহিত শুষ্ক ও শীতল বাতাস বিবেচনা করে একটি ময়শ্চারাইজার ব্যাগে রাখা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং নরম ও কোমল করে তোলে। তাই এ সময় যখনই বাইরে যাওয়া দরকার হবে, তখনই হাতব্যাগে ময়শ্চারাইজার রাখতে কোনোভাবেই ভুলবেন না। ত্বক শুষ্ক হয়ে উঠলে সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। আর্দ্র থাকলে শীতের বাতাস ত্বকের ক্ষতি করতে পারে না।
লিপ বাম
ঠোঁট অত্যন্ত সংবেদনশীল। তাপ ও শুষ্ক আবহাওয়া একে সহজে প্রভাবিত করতে পারে। ঠোঁট শুকনো থাকলে কিংবা ফেটে গেলে মুখের সৌন্দর্য অনেকাংশে ম্লান হয়ে যায়। শীতের শুষ্ক আবহাওয়া থেকে ঠোঁট আর্দ্র রাখে লিপ বাম। তাই হাতব্যাগে রাখার জন্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্য এটি। লিপ বাম শুধু ঠোঁটের নয়, পুরো মুখের সৌন্দর্য রক্ষা করে।
হ্যান্ড লোশন
শুধু হাতে ব্যবহার করা হয় হ্যান্ড লোশন। তাই যেসব ক্রিম বা লোশন শুধু হাতের জন্য, সেগুলোই এ সময় ব্যবহার করা উচিত। হাতে দেওয়ার লোশন মুখে ব্যবহার করা উচিত হবে না। কারণ, মুখ ও হাতের ত্বকের ধরনে ভিন্নতা আছে। ফলে হাত রক্ষা করার জন্য যেসব লোশন ব্যবহার করা হয়, সেগুলোর উপাদান মুখে ব্যবহার করা লোশনের চেয়ে ভিন্ন। তাই হাতে ব্যবহারের জন্য হ্যান্ড লোশনই ব্যবহার করা জরুরি। স্যানিটাইজার ব্যবহার করলে হাতে লোশন মাখা জরুরি। কারণ, স্যানিটাইজারে উপস্থিত অ্যালকোহল উপাদান হাতের ত্বকের আর্দ্রতা কেড়ে নিতে পারে।
রুমাল
শীত হোক আর গ্রীষ্ম, হাতব্যাগে রুমাল বা মুখ মোছার জন্য যেকোনো কাপড় রাখা জরুরি। তবে কাপড় যেন শক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: গ্ল্যামার ওয়ার্ল্ড
থাইল্যান্ড ভ্রমণ মানে বেশির ভাগ পর্যটকের কাছে ব্যাংক বা ফুকেট। কিন্তু যাঁরা প্রকৃতির কাছাকাছি গিয়ে ভ্রমণ উপভোগ করতে চান, তাঁদের জন্য উত্তরাঞ্চলের শহর চিয়াং মাই শহরকে স্বর্গ বললে ভুল হবে না। পাহাড়, নদী, অরণ্য আর সংস্কৃতির মেলবন্ধনে এই চিয়াং মাই শহর। এই গন্তব্যে কখন যাওয়া সবচেয়ে ভালো, সেটি আগে থাক
১১ ঘণ্টা আগেবিমানভাড়া দিন দিন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে লাগেজের চার্জ। এ ছাড়া আছে সিট নির্বাচনের জন্য ফি, এমনকি খাবার-পানীয়ের জন্য অতিরিক্ত খরচ। বিমানের বিজ্ঞাপনে দেখানো ভাড়ার সঙ্গে অতিরিক্ত চার্জ যোগ করার বিষয়টি বিমানযাত্রীদের জন্য বিশাল এক মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
১২ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের গ্রাউবুন্ডেন ক্যান্টনের ভেতরে অবস্থিত একটি শহর চুর; যাকে বলা হয় সুইজারল্যান্ডের প্রাচীনতম শহর। প্রাগৈতিহাসিক কালের পদচিহ্ন, রোমান সাম্রাজ্যের প্রতিধ্বনি এবং মধ্যযুগের মনোমুগ্ধকর আকর্ষণ নিয়ে এই শহর এক অনন্য ঐতিহ্য বহন করে।
১২ ঘণ্টা আগেদুধ দিয়ে সেমাই তো আছেই, তা ছাড়াও সেমাই দিয়ে কত ধরনের খাবারই না রান্না করা যায়! সবগুলোই অবশ্য ডেজার্ট। বাড়িতে কোনো আয়োজন থাকলে এবার সেমাই দিয়েই তাতে আনুন ভিন্ন স্বাদ। আপনাদের জন্য সে ধরনের একটি ডেজার্টের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে