ফিচার ডেস্ক
শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।
বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।
জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।
সরিষা হলুদে নখ রাঙান
শরতে পরিবর্তনশীল পাতার রং এবং এ সময়ের ফ্যাশনে ক্যারামেল টোন দেবে সরিষা রং। তাই এ রঙের ম্যানিকিউরের প্রতি মনোযোগ দিন। এই উজ্জ্বল রং আপনার নখের জেল্লা বাড়িয়ে তুলবে।
মিল্ক চকলেট ব্রাউন
কফির গাঢ় খয়েরি রঙের সঙ্গে যদি দুধ মেশানো হয়, তাহলে যে রং পাওয়া যায়, সেটিই মিল্ক চকলেট ব্রাউন। ঈষৎ সাদাটে খয়েরি রং। শরতের জন্য এটি দারুণ মানানসই। এ রং নখকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে।
মিষ্টিকুমড়ার দারুণ হলুদ
শরতে উজ্জ্বল রং নিয়ে খেলতে নখের জন্য বেছে নিতে পারেন মিষ্টিকুমড়ার উজ্জ্বল হলুদ রং। পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের নেইলপলিশে। এ রং আপনাকে ম্রিয়মাণ শীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। বিভিন্ন আকারের নখে ব্যবহারের জন্য পিওরফিট প্রযুক্তির নেইলপলিশ ব্যবহার করুন। এ জন্য ব্যবহার করতে পারেন স্যালি হ্যানসেনের ইনস্টা ড্রাই নেইলপলিশ। এগুলো এক মিনিটে শুকিয়ে যাবে।
শরতে যখন পোশাক থেকে সাজ—সবকিছুতে বদল আনছেন, তখন ম্যানিকিউর করুন ঋতুর মেজাজের সঙ্গে মানিয়ে। ঝরে পড়া পাতার গভীর লাল কিংবা বাদামি রং, কোথাও নতুন পাতার সবুজ রঙের বিভিন্ন স্তর, কোথাও হলুদ, কুমড়ার পাকা হলুদ রং কিংবা ধোঁয়া ওঠা মগের চা বা কফির মতো বাদামি রং আপনাকে নেইলপলিশের ব্যবহারে ট্রেন্ডি রাখবে।
বেছে নিন বেগুনি
গ্রীষ্মের নিয়নের চেয়ে শরতের রং গভীর ও গাঢ়। আপনি যদি কালো রঙের নেইলপলিশে অভ্যস্ত না হন, তাহলে গথিক ম্যানিকিউরের জন্য বেগুনি রং বেছে নিন। কালো নয় কিন্তু কিছুটা গাঢ় রং আপনার মুড বুস্ট করবে। এ ক্ষেত্রে শ্যানেলের লা ভারনিস কিংবা বাটার লন্ডনের জেলি প্রিজার্ভ পলিশ ভিক্টোরিয়া প্লাম চমকপ্রদ স্বচ্ছ ফিনিশ দিতে পারে।
জলপাই সবুজ বেছে নিন
বসন্তের খোলামেলা মিনি, গ্রীষ্মের ঝাঁজালো আপেল সবুজ কিংবা শীতের কালচে সবুজের বাইরে জলপাই সবুজ রং বেছে নিন এই শরতে। এ রং সেপ্টেম্বরে আপনার নখে আনবে ভিন্ন আমেজ। এ রং দ্রুত শুকাবে। জলপাই সবুজের জন্য ‘কার্গো-গো’ শেড বেছে নিতে পারেন।
সরিষা হলুদে নখ রাঙান
শরতে পরিবর্তনশীল পাতার রং এবং এ সময়ের ফ্যাশনে ক্যারামেল টোন দেবে সরিষা রং। তাই এ রঙের ম্যানিকিউরের প্রতি মনোযোগ দিন। এই উজ্জ্বল রং আপনার নখের জেল্লা বাড়িয়ে তুলবে।
মিল্ক চকলেট ব্রাউন
কফির গাঢ় খয়েরি রঙের সঙ্গে যদি দুধ মেশানো হয়, তাহলে যে রং পাওয়া যায়, সেটিই মিল্ক চকলেট ব্রাউন। ঈষৎ সাদাটে খয়েরি রং। শরতের জন্য এটি দারুণ মানানসই। এ রং নখকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় করে তুলবে।
মিষ্টিকুমড়ার দারুণ হলুদ
শরতে উজ্জ্বল রং নিয়ে খেলতে নখের জন্য বেছে নিতে পারেন মিষ্টিকুমড়ার উজ্জ্বল হলুদ রং। পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের নেইলপলিশে। এ রং আপনাকে ম্রিয়মাণ শীতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করবে। বিভিন্ন আকারের নখে ব্যবহারের জন্য পিওরফিট প্রযুক্তির নেইলপলিশ ব্যবহার করুন। এ জন্য ব্যবহার করতে পারেন স্যালি হ্যানসেনের ইনস্টা ড্রাই নেইলপলিশ। এগুলো এক মিনিটে শুকিয়ে যাবে।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১৩ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
২ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে