আজকের পত্রিকা ডেস্ক
পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন বেসামরিক এলাকায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তার ৭ বছর বয়সী পুত্রসহ নিহতদের তালিকায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাঁর ছোট ভাই রয়েছেন। আজ বুধবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান হামলায় নিহত সাত বছরের ইরতিজা আব্বাস তুরি পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জহির আব্বাস তুরির পুত্র। নিহত ইরতিজার ছবি এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতীয় এই হামলার বিষয়ে আজ বুধবার দিনের শুরুতে এক সংবাদ সম্মেলনে বিবৃতি দেন পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি জানান, ভারতীয় বিমান হামলায় এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। মুজাফফরাবাদ, কোটলি, মুরিদকে ও আহমদপুর শরকিয়ার মতো এলাকাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
আহমেদ শরিফ চৌধুরীর তথ্যমতে, কোটলির আব্বাস মসজিদের পাশে অবস্থিত একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে নিহত হন ২২ বছর বয়সী মিসবাহ কাউসার ও তাঁর ছোট ভাই উমর মুসা। মিসবাহ কোটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
হামলায় পাকিস্তানের পূর্ব আহমদপুরের সুবহানুল্লাহ মসজিদে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন বছর বয়সী দুই কন্যাশিশু, ৭ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৩৭ জন। আহতদের মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।
মুজাফফরাবাদের বিলাল মসজিদে নিহত হয়েছেন ৩ জন। সেখানে ১ জন কন্যাশিশু ও ১ জন শিশুপুত্র আহত হয়েছে।
মুরিদকের উম্মুল কুরা মসজিদে ৩ পুরুষ নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন ১ জন।
এ ছাড়া হামলায় নীলম-ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পের নোসেরি বাঁধেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন বেসামরিক এলাকায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তার ৭ বছর বয়সী পুত্রসহ নিহতদের তালিকায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাঁর ছোট ভাই রয়েছেন। আজ বুধবার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে জিও টিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান হামলায় নিহত সাত বছরের ইরতিজা আব্বাস তুরি পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জহির আব্বাস তুরির পুত্র। নিহত ইরতিজার ছবি এখন পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতে চালানো ভারতীয় এই হামলার বিষয়ে আজ বুধবার দিনের শুরুতে এক সংবাদ সম্মেলনে বিবৃতি দেন পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি জানান, ভারতীয় বিমান হামলায় এখন পর্যন্ত ২৬ জন বেসামরিক মানুষ নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছেন। মুজাফফরাবাদ, কোটলি, মুরিদকে ও আহমদপুর শরকিয়ার মতো এলাকাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
আহমেদ শরিফ চৌধুরীর তথ্যমতে, কোটলির আব্বাস মসজিদের পাশে অবস্থিত একটি বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত করলে নিহত হন ২২ বছর বয়সী মিসবাহ কাউসার ও তাঁর ছোট ভাই উমর মুসা। মিসবাহ কোটলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
হামলায় পাকিস্তানের পূর্ব আহমদপুরের সুবহানুল্লাহ মসজিদে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন বছর বয়সী দুই কন্যাশিশু, ৭ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। সেখানে আহত হয়েছেন আরও ৩৭ জন। আহতদের মধ্যে ৯ জন নারী ও ২৮ জন পুরুষ।
মুজাফফরাবাদের বিলাল মসজিদে নিহত হয়েছেন ৩ জন। সেখানে ১ জন কন্যাশিশু ও ১ জন শিশুপুত্র আহত হয়েছে।
মুরিদকের উম্মুল কুরা মসজিদে ৩ পুরুষ নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন ১ জন।
এ ছাড়া হামলায় নীলম-ঝিলাম জলবিদ্যুৎ প্রকল্পের নোসেরি বাঁধেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ১৯৬৭ সালের আগের সীমান্ত বরাবর ইসরায়েল ও ফিলিস্তিন দুই রাষ্ট্রের সমর্থনের প্রতি জোর আরোপ করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন বন্ধে যে প্রস্তাব দিয়েছেন তা তাঁর দেশ সমর্থন করতে প্রস্তুত।
২৯ মিনিট আগেহংকংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন কনসাল জেনারেলকে দেওয়া বেইজিংয়ের শীর্ষ কূটনীতিকের সতর্কবার্তা উড়িয়ে দিয়েছে। মার্কিন কূটনীতিককে সতর্ক করে হংকংয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তরফ থেকে বলা হয়েছিল, তিনি যেন চীনের নিয়ন্ত্রিত এ অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেন।
১ ঘণ্টা আগেগাজাগামী মানবিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪০টিরও বেশি জাহাজ ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর, বহরের সর্বশেষ নৌযান ‘মেরিনেট’ এখনো যাত্রা অব্যাহত রেখেছে। প্রায় ৫০০ অধিকারকর্মী এবং ৪০টিরও বেশি জাহাজ নিয়ে গঠিত এই ফ্লোটিলা ছিল গাজার ১৮ বছরের সমুদ্র অবরোধ ভাঙার সবচেয়ে বড় আন্তর্জাতিক
১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বর্তমান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের তুলনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এসব দেশ অন্যদের ওপর নিজেদের রাজনৈতিক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তিনি পশ্চিমা নেতাদের মাথা ঠান্ডা করে আরামে ঘুমানোর পরামর্শও দিয়েছেন।
২ ঘণ্টা আগে