ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার জনকে ক্ষমা করেছে দেশটির সরকার। সোমবার বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ।
গত মাসের শুরুতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভ থেকে গ্রেপ্তারসহ ‘প্রায় লাখো’ কারাবন্দীকে ক্ষমা করেছেন। এ পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে, এদের মধ্যে ২২ হাজার জন সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানান ইজেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তার এসব বিক্ষোভকারীর বিরুদ্ধে কখন অভিযোগ আনা হয়েছিল এবং কত দিনের মধ্যে তাঁদের ক্ষমা করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ।
এই বিক্ষোভের কারণে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান সরকার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যমতে, ওই বিক্ষোভ চলাকালে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। আর প্রায় ২০ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে এলেও চলতি মাসে ইরানে আবারও ঘটে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিষ প্রয়োগের জেরে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। সম্প্রতি দেশটির বেশ কয়েটি শিক্ষাপ্রতিষ্ঠানে অজ্ঞাত কারণে শত শত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সরকারের দাবি, সম্ভবত শত্রুরা ষড়যন্ত্র করে মেয়েদের বিষ খাইয়েছে। তবে কারা বিষ প্রয়োগ করেছে তা জানা যায়নি।
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার জনকে ক্ষমা করেছে দেশটির সরকার। সোমবার বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি ইজেই এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ।
গত মাসের শুরুতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভ থেকে গ্রেপ্তারসহ ‘প্রায় লাখো’ কারাবন্দীকে ক্ষমা করেছেন। এ পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে, এদের মধ্যে ২২ হাজার জন সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানান ইজেই।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তার এসব বিক্ষোভকারীর বিরুদ্ধে কখন অভিযোগ আনা হয়েছিল এবং কত দিনের মধ্যে তাঁদের ক্ষমা করা হয়েছে—এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত বছরের সেপ্টেম্বরে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার মানুষ।
এই বিক্ষোভের কারণে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকে ইরান সরকার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল। বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যমতে, ওই বিক্ষোভ চলাকালে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছে। আর প্রায় ২০ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
এদিকে মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে এলেও চলতি মাসে ইরানে আবারও ঘটে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা। বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিষ প্রয়োগের জেরে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। সম্প্রতি দেশটির বেশ কয়েটি শিক্ষাপ্রতিষ্ঠানে অজ্ঞাত কারণে শত শত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। সরকারের দাবি, সম্ভবত শত্রুরা ষড়যন্ত্র করে মেয়েদের বিষ খাইয়েছে। তবে কারা বিষ প্রয়োগ করেছে তা জানা যায়নি।
আমেরিকার জনপ্রিয় ডানপন্থী ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শুক্রবার ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন। তাঁর বয়স ২২ বছর।
২১ মিনিট আগেতেহরান জানিয়েছে, ইসরায়েল-ইরান সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছে। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই তথ্য প্রকাশ করেন।
১ ঘণ্টা আগেসংখ্যার দিক দিয়ে জাপানের শতবর্ষী মানুষেরা নতুন রেকর্ড গড়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জন। তবে এর মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী।
২ ঘণ্টা আগেনেপালে কয়েক দিনের সহিংস বিক্ষোভ ও তীব্র অস্থিরতার পর আবারও রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। তারা ঝাড়ু, ডাস্টবিন ও বস্তা হাতে নিয়ে ভাঙাচোরা ইট-পাথর সরাচ্ছে, দেয়ালে নতুন রং করছে এবং লুটপাট করা সামগ্রী ফেরত দিচ্ছে।
৩ ঘণ্টা আগে