যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছোট্ট ভাতিজির সাদা কাপড়ে জড়ানো নিথর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি এক নারী—হৃদয়বিদারক এই ছবি সেরার পুরস্কার জিতেছে। আজ বৃহস্পতিবার ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক মোহাম্মদ সালেম। ছবিটিতে ইনাস আবু মামারকে পাঁচ বছর বয়সী ভাইয়ের মেয়ে সালিকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। গত অক্টোবরে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় মা ও বোনসহ মৃত্যু হয় সালির।
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ১০ দিন পর গত ১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে ছিলেন সালেম। সেখানকার মর্গে ৩৬ বছর বয়সী মামারকে সাদা কাপড়ে জড়ানো এক শিশুর লাশ শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখেন তিনি।
সালেমকে উদ্ধৃত করে ওয়ার্ল্ড প্রেস ফটো বলেছে, ‘এটি হৃদয়বিদারক এক মুহূর্ত। এ ছবিতে সমস্ত গাজা উপত্যকায় যা হচ্ছে, তার চিত্র উঠে এসেছে।’
পুরস্কারের জুরি বোর্ডের প্রধান ফিওনা শিল্ডস বলেন, ‘ছবিটি সত্যিই গভীর প্রভাব ফেলার মতো। একবার দেখলেই মনের ভেতর কেমন যেন দাগ কেটে যায়। সংঘাতের ভয়াবহতা ও নিরর্থকতা সম্পর্কে আক্ষরিক ও রূপক বার্তা হিসেবে কাজ করেছে ছবিটি।’
শিল্ডস বলেন, ‘শান্তির পক্ষে অবিশ্বাস্য শক্তিশালী বার্তা এটি।’
১৩০টি দেশের ৩ হাজার ৮৫১ জন আলোকচিত্রীর ৬১ হাজার ৬২টি ছবি থেকে ২০২৪ সালের পুরস্কার বিজয়ী ছবিগুলো নির্বাচন করা হয়েছে। আমস্টারডামের নিউওয়ে কের্কে ১৪ জুলাই পর্যন্ত ছবিগুলোর প্রদর্শনী চলবে।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছোট্ট ভাতিজির সাদা কাপড়ে জড়ানো নিথর মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনি এক নারী—হৃদয়বিদারক এই ছবি সেরার পুরস্কার জিতেছে। আজ বৃহস্পতিবার ২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
মর্মান্তিক মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক মোহাম্মদ সালেম। ছবিটিতে ইনাস আবু মামারকে পাঁচ বছর বয়সী ভাইয়ের মেয়ে সালিকে কোলে নিয়ে বসে থাকতে দেখা যায়। গত অক্টোবরে খান ইউনিসে ক্ষেপণাস্ত্র হামলায় মা ও বোনসহ মৃত্যু হয় সালির।
হামাস-ইসরায়েল সংঘাত শুরুর ১০ দিন পর গত ১৭ অক্টোবর খান ইউনিসের নাসের হাসপাতালে ছিলেন সালেম। সেখানকার মর্গে ৩৬ বছর বয়সী মামারকে সাদা কাপড়ে জড়ানো এক শিশুর লাশ শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে দেখেন তিনি।
সালেমকে উদ্ধৃত করে ওয়ার্ল্ড প্রেস ফটো বলেছে, ‘এটি হৃদয়বিদারক এক মুহূর্ত। এ ছবিতে সমস্ত গাজা উপত্যকায় যা হচ্ছে, তার চিত্র উঠে এসেছে।’
পুরস্কারের জুরি বোর্ডের প্রধান ফিওনা শিল্ডস বলেন, ‘ছবিটি সত্যিই গভীর প্রভাব ফেলার মতো। একবার দেখলেই মনের ভেতর কেমন যেন দাগ কেটে যায়। সংঘাতের ভয়াবহতা ও নিরর্থকতা সম্পর্কে আক্ষরিক ও রূপক বার্তা হিসেবে কাজ করেছে ছবিটি।’
শিল্ডস বলেন, ‘শান্তির পক্ষে অবিশ্বাস্য শক্তিশালী বার্তা এটি।’
১৩০টি দেশের ৩ হাজার ৮৫১ জন আলোকচিত্রীর ৬১ হাজার ৬২টি ছবি থেকে ২০২৪ সালের পুরস্কার বিজয়ী ছবিগুলো নির্বাচন করা হয়েছে। আমস্টারডামের নিউওয়ে কের্কে ১৪ জুলাই পর্যন্ত ছবিগুলোর প্রদর্শনী চলবে।
কোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
৬ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
৩ ঘণ্টা আগে